মোদীর সভায় সেই অটোচালক।
সপ্তাহ দুয়েক আগেই তাঁর বাড়িতে নৈশভোজ সেরে গিয়েছিলেন আম আদমির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। গুজরাতের আমদাবাদের সেই অটোচালককে এ বার দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়। গেরুয়া টুপি আর স্কার্ফ পরে বিজেপির সভায় হাজির হয়ে বিক্রম দান্তানি নামে ওই অটোচালক জানান, অটো ইউনিয়নের নেতারা বাধ্য করায় কেজরীকে বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ করতে হয়েছিল তাঁকে। আদতে তিনি বিজেপির সমর্থক এবং নরেন্দ্র মোদীর ভক্ত।
সামনে বিধানসভা নির্বাচন গুজরাতে। সে কারণেই নিজের রাজ্যে দু’দিনের সফরে গিয়েছেন মোদী। শুক্রবার আমদাবাদের থালতেজ এলাকায় তাঁর জনসভা ছিল। সেখানেই দেখা গিয়েছে কেজরীকে নৈশভোজের আমন্ত্রণ জানানো সেই অটোচালক বিক্রমকে। তাঁকে মোদীর জনসভায় দেখতে পেয়েই ঘিরে ধরে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকেরা। তার প্রেক্ষিতে বিক্রম বলেন, ‘‘ইউনিয়নের নেতারা বলেছিলেন বলেই আমি কেজরীওয়ালকে আমন্ত্রণ করেছিলাম। কেজরীওয়াল তাতে রাজিও হন। আমি বুঝিনি, এটা এত বড় একটা ঘটনা হয়ে যাবে। আপের সঙ্গে কোনও ভাবে যুক্ত নই। ওই ঘটনার পর কোনও আপ নেতার সঙ্গেও যোগাযোগ করিনি আমি।’’
বিক্রম জানান, তিনি প্রধানমন্ত্রীর বড় সমর্থক। তাঁর কথায়, ‘‘আমি মোদীজির বড় ভক্ত। তাই জনসভায় এসেছি। আমি শুরু থেকেই বিজেপি করি। বরাবর বিজেপিকেই ভোট দিয়ে এসেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy