নির্বাচনের কথা মাথায় রেখেই কি সিদ্ধান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ফাইল চিত্র।
যোগী আদিত্যনাথ সরকারের ঘোষণার পরে মথুরার ২২টি ওয়ার্ডে মদ-মাংস বিক্রি বন্ধ করল প্রশাসন। ১০ দিন আগে মথুরা-বৃন্দাবন পুরসভার অধীনে থাকা এই ওয়ার্ডগুলিকে ‘পবিত্র তীর্থস্থল’ হিসাবে ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার পরেই এই ঘোষণা করেছে প্রশাসন।
৩০ অগস্ট জন্মাষ্টমী উদযাপন করতে গিয়ে যোগী জানান, মথুরা-বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। এই এলাকাগুলিতে পবিত্র মন্দির রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের ইচ্ছা মেনে সেখানে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব এলাকায় যে সব মদ-মাংসের দোকান রয়েছে সেগুলিকে অন্যত্র জায়গা দেওয়া হবে বলেও জানান তিনি।
এই সিদ্ধান্তের বিষয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ কুমার অবস্তি বলেন, ‘‘মথুরা-বৃন্দাবন পুরসভার অধীনে থাকা প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকাকে ধর্মীয় স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। আবগারি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতর খেয়াল রাখবে সেখানে যাতে কাউকে দোকান খোলার অনুমতি না দেওয়া হয়।’’ রাজ্য সরকার জানিয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে আসেন। মথুরা-বৃন্দাবন পর্যটন কেন্দ্র হিসাবেও বিখ্যাত। তাই এই এলাকার উন্নয়নে উত্তরপ্রদেশ সরকার আরও বেশি নজর দিচ্ছে। যদিও উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেই প্রশ্নও তুলছেন অনেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy