Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Adhir Ranjan Chowdhury

‘মোদী-শাহরাই গুজরাত থেকে আসা অনুপ্রবেশকারী’, এনআরসি নিয়ে কটাক্ষ অধীরের

সারা দেশে এনআরসি করা হবে বলে শনিবারই একটি অনুষ্ঠানে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মোদী-শাহকে কটাক্ষ অধীরের।

মোদী-শাহকে কটাক্ষ অধীরের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৯:২২
Share: Save:

নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরি নিয়ে এক বার ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে শান দিল কংগ্রেস। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই গুজরাত থেকে আসা ‘শরণার্থী’ বলে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী

সারা দেশে এনআরসি করা হবে বলে শনিবারই একটি অনুষ্ঠানে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর রবিবার সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হন অধীর। সেখানেই মোদী-শাহকে একহাত নেন তিনি। অধীর বলেন, ‘‘এনআরসি নিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার করছে বিজেপি। দেশের প্রকৃত নাগরকিরাও এখন আতঙ্কে ভুগছেন। নিজের দেশে নিশ্চিন্তে থাকে মানুষ। ভোট দিতে যায়। পেটের জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে গরিব মানুষ এত কাগজ জোগাড় করবেন কোত্থেকে?’’

এনআরসির মাধ্যমে বিজেপি আসলে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন অধীর। তিনি বলেন, ‘‘বিজেপি মুসলমানদের দেশ থেকে তাড়াতে চায়। ওদের সে ক্ষমতা নেই। আর মুসলমানরা তো এ দেশেরই নাগরিক। তাঁরা দেশ ছেড়ে যাবেনই বা কেন? এই দেশ হিন্দু-মুসলিম সকলের। কিন্তু ওরা বলছে হিন্দুরা থাকবে, মুসলিমরা নয়। কেন? এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নাকি? এখানে সকলের সমান অধিকার রয়েছে।’’

অধীরের মন্তব্য।

আরও পড়ুন: ফডণবীস সরকারের সঙ্গে কোনও বিশ্বাসঘাতকতা করিনি, বিধানসভায় বললেন উদ্ধব ঠাকরে​

আরও পড়ুন: চিৎকার বন্ধ করতে চিকিৎসকের মুখে ঢালা হয়েছিল মদ! তেলঙ্গানায় ধর্ষণকাণ্ডে বিস্ফোরক তথ্য

এর পরই সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কটাক্ষ করে অধীর বলেন, ‘‘অমিত শাহজি, নরেন্দ্র মোদীজিদেরই তো অনুপ্রবেশকারী বলা যেতে পারে। গুজরাত থেকে দিল্লি এসেছেন। সে ক্ষেত্রে আপনারা নিজেরাই তো অনুপ্রবেশকারী। আইনি না বেআইনি সে বিচার পরে হবে।’’

তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। অধীরের এমন ‘রুচিহীন’ মন্তব্যের জন্য সনিয়া গাঁধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তিনি। টুইটারে অধীরের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলে দেন নরসিংহ রাও।

জিভিএল নরসিংহ রাওয়ের টুইট।

এনআরসি নিয়ে এর আগেও একাধিক বার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন অধীর। এমনকি এনআরসি-র ভয়েই উপ নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেননি বলেও মন্তব্য করেন তিনি।

অন্য বিষয়গুলি:

Adhir Ranjan Chowdhury NRC Narendra Modi Amit Shah BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy