Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bypoll Results

‘আপের জামানত জব্দ, কংগ্রেস রয়েছে যাত্রায়’, উপনির্বাচনে ‘জয়’ পেয়েই বিরোধীদের তোপ বিজেপির

রবিবারই দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ৪টিতে বিজেপি এবং ১টি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধবপন্থী শিবসেনা।

বিজেপির জয়ে উল্লসিত দলের কর্মী-সমর্থকরা।

বিজেপির জয়ে উল্লসিত দলের কর্মী-সমর্থকরা। ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ২০:০৮
Share: Save:

সাত রাজ্যের ৬টি বিধানসভার উপনির্বাচনে ৪টি আসনে জয় পেয়েই বিরোধীদের উদ্দেশে তোপ দাগল বিজেপি। গণনায় বিজেপির জয়ের ইঙ্গিত মিলতেই বিজেপি নেতা অমিত মালবীয় টুইট করে জয়ী বিজেপি প্রার্থীদের নাম উল্লেখ করেন। সঙ্গে লেখেন, “উপনির্বাচনে বিজেপির জয় অব্যাহত রইল।” একদম শেষে তিনি লেখেন, “আপ জামানত হারিয়েছে, আর কংগ্রেস যাত্রায় রয়েছে।” ‘যাত্রা’ বলতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’কেই কটাক্ষ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একই ভাবে জামানত খোয়ানোর প্রশ্ন তুলে আক্রমণ করা হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দলকেও।

রবিবারই দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভোট হয়েছিল গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)। ৪টিতে বিজেপি এবং ১টি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধবপন্থী শিবসেনা।

উত্তরপ্রদেশের গোলা গোকর্ণনাথ আসনটিতে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী আমন গিরি। আমনের বাবা, বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যুতেই এই আসনে উপনির্বাচন হয়। আমন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী বিনয় তিওয়ারিকে ৩৪ হাজার ২৯৮ ভোটে হারিয়ে দিয়েছেন। আরও এক বারের জন্য বিহারের মোকামা আসনটি নিজেদের দখলে রাখছে লালুপ্রসাদের দল আরজেডি। এই আসনে জয়লাভ করেছেন নীলম দেবী। এই আসনের বিদায়ী বিধায়ক, নীলমের স্বামী অনন্ত সিংহ অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর বিধায়কপদ খারিজ হয়ে যায়।

হরিয়ানার আদমপুর আসনে কংগ্রেস প্রার্থীকে ১৬ হাজার ভোটে পরাস্ত করে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলালের নাতি ভব্যা বিষ্ণোই। মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব আসনে ৬৬,৭৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন উদ্ধবপন্থী শিবসেনার প্রার্থী রুতুজা লাটকে। রুতুজার প্রয়াত স্বামী, প্রবীণ শিবসেনা নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি। বিজেপির এই সিদ্ধান্তকে সমর্থন করে রাজ্যে তাদের জোটসঙ্গী একনাথ শিন্ডেপন্থী শিবসেনাও। সে দিক থেকে দেখতে গেলে এই আসনে রুতুজার জয় কার্যত নিশ্চিতই ছিল। রুতুজার পরে দ্বিতীয় স্থানে রয়েছে নোটা!

ওড়িশার ধামনগর বিধানসভার উপনির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী বিজেডি প্রার্থীকে ৯,৮৮১ ভোটে পরাজিত করেছেন। বিহারের মোকামা আসনটি পুনর্বার জয়ী হলেও রাজ্যের আর একটি আসন গোপালগঞ্জে জয় পেয়েছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী কুসুম দেবী আরজেডি প্রার্থীকে ১,৭৯৪ ভোটে পরাস্ত করেছেন। তেলঙ্গানার মুনুগোড়ে আসনে বিজেপি প্রার্থীকে ১১,৬৬৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রাজ্যের শাসক দল টিআরএস-এর প্রার্থী কে প্রভাকর রেড্ডি। এই আসনে গণনার প্রাথমিক পর্বে এই আসনে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী।

অন্য বিষয়গুলি:

Bypoll Results BJP Congress Amit Malviya AAP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy