Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Madhya Pradesh

‘সো যা, নেহি তো...’, ‘গব্বর’ সাজতে গিয়ে বিপাকে মধ্যপ্রদেশের এই পুলিশ অফিসার

সেই ছবিতে গব্বর সিংহ বলেছিলেন, ‘সো যা বেটা নেহি তো গব্বর আ যায়েগা’।

শোলের সংলাপ বলছেন ওই পুলিশ অফিসার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

শোলের সংলাপ বলছেন ওই পুলিশ অফিসার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৪:৩৪
Share: Save:

বলিউডের ছবি ‘শোলে’-র বিভিন্ন সংলাপ আজও লোকের মুখে মুখে ঘোরে। সেই ছবিতে গব্বর সিংহ বলেছিলেন, ‘সো যা বেটা নেহি তো গব্বর আ যায়েগা’। এই বিখ্যাত সংলাপের ঢঙে পেট্রলিংয়ের সময় কিছু ঘোষণা করেছিলেন মধ্যপ্রদেশের এক পুলিশ অফিসার। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই শো-কজ করা হয়েছে ওই অফিসারকে।

ওই পুলিশ অফিসারের নাম কেএল দাঙ্গি। তিনি ঝাবুয়া জেলার কল্যাণপুরা থানার ইন চার্জ ছিলেন। সম্প্রতি পেট্রলিংয়ে বেরিয়ে লাউড স্পিকারে তিনি গব্বরের অনুকরণে বলেছেন, ‘‘কল্যাণপুরা সে ৫০-৫০ কিলোমিটার কি দূরি পর যব বাচ্চা রোতা হ্যায় তো মা কহতি হ্যায়—চুপ হো যা বেটা নেহি তো দাঙ্গি আ যায়েগা’’ অর্থাৎ কল্যাণপুর থেকে ৫০ কিলোমিটার দূরেও কোনও বাচ্চা কাঁদলে তার মা বলে— বেটা চুপ করে যা, নাহলে দাঙ্গি এসে যাবে।

এই সংলাপের জন্যই তাঁকে শো-কজ করেছেন কর্তৃপক্ষ। সেখানকার সিনিয়র পুলিশ অফিসার আনন্দ সিংহ বলেছেন, ‘‘দাঙ্গির একটা ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে শো-কজ নোটিস দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: হারিয়ে যাওয়া সহকর্মীকে ১৫ বছর পর খুঁজে পেলেন দুই পুলিশ অফিসার

আরও পড়ুন: মাকে ধর্ষণের পর খুন! কর্নাটকে গ্রেফতার তরুণ

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy