মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আচমকা ঘটল বিস্ফোরণ। তার জেরে জখম হলেন অন্তত ৫ জন সিআরপিএফ জওয়ান। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বুধবার এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূম জেলার চাইবাসায়।
বিস্ফোরণের পর জখম জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাঁচীর স্থানীয় হাসপাতালে। তবে জখম জওয়ানের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি সিআরপিএফের তরফে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার চাইবাসার টোন্টো থানার টুম্বাহাকা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী। এনকাউন্টার চলাকালীন আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
-
কাবুলে বিদেশ মন্ত্রকের কার্যালয়ের সামনে আত্মঘাতী হামলা, বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা
-
আবার সেই হুগলি, গেরুয়ায় মিশে গেল লাল! বিজেপির বিক্ষোভে ঝান্ডা হাতে ‘সিপিএম সমর্থকেরা’
-
গোটা ভারতীয় দল শহরে, রোহিতদের সঙ্গে কলকাতায় এলেন না কোহলি, কেন?
-
বিয়ে করছেন ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের ঊষসী, ১৩ বছরের কেরিয়ারকে বিদায়!
সম্প্রতি ধানবাদে একটি সব্জি বাজারে বিস্ফোরণ ঘটে। তার জেরে জখম হন ৪ জন। ওই ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই আবহে বুধবার আইইডি বিস্ফোরণে জখম হলেন কোবরা জওয়ানরা।