ফাইল চিত্র।
প্রথম দফার ভোট-সাজে উত্তরপ্রদেশে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রায় চারশো কোম্পানি। হিসাব মতো, প্রায় পঞ্চাশ হাজার জওয়ান। আগামী বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ভোট শুরু সেখানে। সব থেকে বেশি নিরাপত্তা থাকছে আলিগড়, মুজফ্ফরনগর ও মিরাটে।
উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। ভোট নেওয়া হবে সাত দফায়। শুরুতেই ১১টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা ৫৮টি আসনে। শেষ দফার ভোটগ্রহণ ৭ মার্চ। আর ১০ মার্চ গণনা। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফার ভোটের নিরাপত্তায় থাকছে সিআরপি-র ১০৫ কোম্পানি, বিএসএফ-এর প্রায় ৯৫ কোম্পানি, সশস্ত্র সীমা বলের ৬০ কোম্পানি আর কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর ৫০ কোম্পানি। থাকবে ৩০ কোম্পানি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি। ৫ ফেব্রুয়ারি, শনিবারের মধ্যে তাদের মোতায়েন হয়ে যাওয়ার কথা। এ ছাড়া ভোটের জন্য নেওয়া হচ্ছে রেলরক্ষী বাহিনীর (আরপিএফ) প্রায় ১২ কোম্পানি। বাদবাকি রাজ্য
সশস্ত্র পুলিশ।
সরকারি সূত্রের খবর, প্রথম দফায় বেশি করে বাহিনী রাখা হবে আলিগড়, বাগপত, বুলন্দশহর, মথুরা, আগ্রা, মুজফ্ফরনগর, শামলির মতো জায়গাগুলিতে। জওয়ানদের থাকার বন্দোবস্ত করতে বলা হয়েছে এলাকার পুলিশ-প্রশাসনকে। এক সরকারি আধিকারিকের মতে, ২০১৭ সালে শেষ যখন উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হয়েছিল, এ বার সেই তুলনায় বেশি নিরাপত্তা বাহিনী থাকবে রাজ্যের সাম্প্রদায়িক ভাবে সংবেদনশীল এলাকাগুলিতে। তিনি বলেন, ‘‘যেখানে মোতায়েন করা হবে, জওয়ানদের থাকার জায়গাও তার কাছাকাছি হচ্ছে। যাতে দরকারে চট করে পৌঁছে যেতে পারেন।’’
সিআরপির এক আধিকারিকের মতে, কেন্দ্র উত্তরপ্রদেশে নির্বাচনের প্রথম ধাপের জন্য অতিরিক্ত ৪০০ কোম্পানি পাঠাতে পারে। সে ক্ষেত্রে বিভিন্ন বাহিনী মিলিয়ে ওই পর্বের নিরাপত্তায় প্রায় এক লক্ষ জওয়ান থাকতে পারেন। তিনি জানান, ভোটমুখী পঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডেও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সব থেকে বেশি নজরে রাখা হবে পঞ্জাবকে। ২০ ফেব্রুয়ারি সেখানে ভোট। কেন্দ্র এই সপ্তাহেই বাহিনী পাঠাতে পারে।
গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাচনমুখী রাজ্যগুলিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পাঠানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। জানা গিয়েছে, বিভিন্ন বাহিনী মিলিয়ে মোট ২২৫ কোম্পানি এরিয়া ডমিনেশনের জন্য ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে। দু’টি ধাপে মোতায়েন করা হয়ে গিয়েছে র্যাফের আধ-ডজন কোম্পানি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy