Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mamata Banerjee

News of the day: রাজ্যে ফিরছেন মমতা, বিধানসভায় মুকুল-শুনানি, অলিম্পিক্স, আবহাওয়া-সহ কী কী আজ নজরে

আজ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের প্রথম প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠান রয়েছে বিধানভবনে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৯:৩২
Share: Save:

দিল্লি থেকে রাজ্যে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনের শুনানি রয়েছে বিধানসভায়। হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক। টোকিয়ো অলিম্পিক্সে শুটিং ইভেন্টে ফাইনালে নামছে ভারত। আজ, শুক্রবার রয়েছে এমনই সব গুরুত্বপূর্ণ খবর।

চার দিনের দিল্লি সফর সেরে আজ রাজ্যে ফিরছেন মমতা। সঙ্গে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে তাঁরা কলকাতায় আসছেন। অভিষেকের ত্রিপুরা যাওয়ার কথা থাকলেও, তিনি আজ যাচ্ছেন না, সোমবার যেতে পারেন বলেই খবর তৃণমূল সূত্রে। তবে বিজেপি-র উপর চাপও বজায় রাখছে তারা। সূত্রের খবর, আজ যেতে না পারলেও, আগামী সপ্তাহে আগরতলা যেতে পারেন অভিষেক। যদিও আইপ্যাকের ২৩ জন কর্মীকেই বিনা শর্তে আগাম জামিন দিয়েছে আদালত। এই প্রেক্ষিতে তৃণমূল কী অবস্থান নেয় আজ নজর থাকবে সে দিকেও।

মুকুলের বিরুদ্ধে বিধানসভায় ও কলকাতা হাই কোর্টে দলত্যাগবিরোধী আইনে মামলা করেছে বিজেপি। আজ বিধানসভায় সেই মামলার শুনানি করতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা মুকুল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবার আজই বিধানসভায় রয়েছে পিএসি-র প্রথম বৈঠক। তবে ওই বৈঠকে থাকছেন না বিজেপি-র কোনও বিধায়ক। তাঁরা আগেই বয়কট করার কথা জানিয়েছিলেন। অন্য দিকে, মুকুলের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ নজর থাকবে মুকুল সংক্রান্ত সমস্ত খবরের দিকে।

আজ টোকিয়ো অলিম্পিক্সে শ্যুটিংয়ের ফাইনাল ইভেন্ট রয়েছে। মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলে নামবেন ভারতের মনু ভাকের। বেলা সাড়ে ১১টা নাগাদ রয়েছে ওই ইভেন্ট। বিকেল ৩টে নাগাদ পুরুষদের হকি ম্যাচ রয়েছে। সেখানে জাপানের মুখোমুখি হতে দেখা যাবে ভারতকে। আজ নজর থাকবে ওই খেলাগুলির দিকেও।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। জল জমে যায় শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। আজও বৃষ্টি থেকে রেহাই না-ও মিলতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়কেটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়ায়। তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। অন্য দিকে, আজ উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আবহাওয়ার খবরের দিকেও আজ নজর থাকবে।

এ ছাড়া আজ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের প্রথম প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠান রয়েছে বিধানভবনে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী জহর সরকারের মনোনয়ন স্ক্রুটিনি হওয়ার কথা বিধানসভায়। কলকাতা হাই কোর্টে রয়েছে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের ভোট মামলার শুনানি। আজ নজর থাকবে এই খবরগুলির দিকেও।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Monsoon rainfall Manu Bhaker mukul roy Tokyo Olympic 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy