Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হট্টগোল বন্ধে স্পিকারের চিঠি

সংসদ অধিবেশনে হট্টগোল বন্ধ করার জন্য লোকসভার সাংসদদের চিঠি লিখলেন স্পিকার সুমিত্রা মহাজন। আবেগঘন চিঠিতে স্পিকার লিখেছেন, ‘‘বারবার সংসদের কাজে বাধা দেওয়া বন্ধ করুন। আর এ ব্যাপারে যদি টেনে আনেন অন্য দলের ইতিহাস, তা হলে এই হট্টগোলের শেষ হবে না।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০২:৫৬
Share: Save:

সংসদ অধিবেশনে হট্টগোল বন্ধ করার জন্য লোকসভার সাংসদদের চিঠি লিখলেন স্পিকার সুমিত্রা মহাজন। আবেগঘন চিঠিতে স্পিকার লিখেছেন, ‘‘বারবার সংসদের কাজে বাধা দেওয়া বন্ধ করুন। আর এ ব্যাপারে যদি টেনে আনেন অন্য দলের ইতিহাস, তা হলে এই হট্টগোলের শেষ হবে না।’’

হইচইয়ের জেরে আটকে গিয়েছিল সংসদের শীতকালীন অধিবেশনের কাজ। এ বার বাদল অধিবেশনেও নানা বিষয় নিয়ে মোদী সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধীরা। এই পরিস্থিতিতে স্পিকার সাংসদদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘‘আমাদের এখন আত্মসমীক্ষার সময় এসেছে। সংসদ ও গণতন্ত্রের মর্যাদাকে আমরা কী ভাবে এগিয়ে নিয়ে যাব, তা ঠিক করতে হবে।’’ সুমিত্রার মতে, দেশের মানুষ তাঁদের প্রতিনিধি সাংসদদের কাজকর্মকে সব সময়েই নজরে রাখে। তাঁদের উপরে অনেক আশা রাখে। গত অধিবেশনে হইচইয়ের কথা তুলে ধরে স্পিকার বলেছেন, ‘‘মতভেদ থাকলে তা সংসদীয় নিয়মকানুনের মধ্যেই নিজেদের বক্তব্য জানানো উচিত।’’

অন্য বিষয়গুলি:

Sumitra Mahajan Lok Sabha Lok Sabha Elections 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE