Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Mehul Choksi

Supreme Court: মাল্য, মোদী, চোক্সীদের ১৮ হাজার কোটি ফিরে পেয়েছে ব্যাঙ্ক, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তিন পলাতক শিল্পপতির বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই এবং ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দেশে-বিদেশে তিন জনের সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৮ হাজার কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। তার মধ্যে বিদেশ থেকে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারণা করা টাকার ৮০ শতাংশের বেশি বাজেয়াপ্ত করেছে ইডি।

মেহুল চোক্সী, নীরব মোদী এবং বিজয় মাল্য।

মেহুল চোক্সী, নীরব মোদী এবং বিজয় মাল্য। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২১
Share: Save:

বিজয় মাল্য, নীরব মোদী ও মেহুল চোক্সী পালিয়ে বিদেশে আশ্রয় নিলেও তাদের থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি অন্তত ১৮ হাজার কোটি টাকা উদ্ধার করেছে। বুধবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের বকেয়া না মেটানো ও প্রতারণার দায়ে অভিযুক্ত তিন পলাতক শিল্পপতির সম্পত্তি নিলাম করে এই অর্থ উদ্ধার হয়েছে।

গত ডিসেম্বরে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, মাল্য-নীরব-মেহুলদের সম্প্রত্তি নিলাম করে সরকারি ব্যাঙ্কগুলি ১৩ হাজার কোটি টাকার বেশি উদ্ধার করেছে। তবে পলাতক ওই তিন জনের কাছে ব্যাঙ্কগুলির মোট কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। মাল্য দেশ ছাড়ার পরে সরকারের একটি সূত্রে জানা গিয়েছিল, তাঁর থেকে অন্তত ৯ হাজার কোটি টাকা পাওনা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির। আর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব-মেহুলের প্রতারণার পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা।

তিন পলাতক শিল্পপতির বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই এবং ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দেশে-বিদেশে তিন জনের সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৮ হাজার কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। তার মধ্যে বিদেশ থেকে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ যে পরিমাণ টাকা এই তিন জন প্রতারণা করেছেন তার ৮০ শতাংশের বেশি বাজেয়াপ্ত করেছে ইডি। বর্তমানে ব্রিটেনে রয়েছেন মাল্য এবং নীরব। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া কিছুটা এগিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। অন্য দিকে ডমিনিকার জেলে বন্দি রয়েছেন চোক্সী। তাঁকেও ভারতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE