Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Nawab Malik

Nawab Malik: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি, অভিযোগ দাউদ-সংশ্রবেরও!

গত অক্টোবরে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আরব সাগরের প্রমোদতরী থেকে মাদক মামলায় গ্রেফতারির পর ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন নবাব। তাঁর অভিযোগ ছিল, বিজেপি চক্রান্ত করে আরিয়ানকে ফাঁসিয়েছে।

গ্রেফতারের পর মন্ত্রী নবাব।

গ্রেফতারের পর মন্ত্রী নবাব। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৭
Share: Save:

বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে জানানো হয়েছে ওই মামলার অন্যতম অভিযুক্ত, দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর এবং বোন হাসিনা পারকরের নাম।

দক্ষিণ মুম্বইয়ে ইডি-র আঞ্চলিক দফতরে বুধবার প্রায় ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় নবাবকে। দফতর থেকে বার করে আনার সময় উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে নবাব চিৎকার করে বলেন, ‘‘মাথা নত করব না। ভয় পাই না। লড়াই করব এবং জিতব। সত্যটা সকলের সামনে আনব।’’ গ্রেফতার করার পরে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবাবকে।

ইডি-র নোটিস পেয়েই বুধবার সকালে জেরার জন্য গিয়েছিলেন নবাব। ইডি-র দাবি তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মুম্বইয়ে হাসিনার ঠিকানা-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ইকবালকেও। দাউদ পরিবারের সঙ্গে সম্পত্তি কেনাবেচায় নবাব জড়িত ছিলেন বলে ইডি-র একটি সূত্রের দাবি। নবাবরে গ্রেফতারির খবর পেয়ে এনসিপি কর্মীরা ইডি-র দফতরের সামনে বিক্ষোভ দেখান।

গত অক্টোবরে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আরব সাগরের প্রমোদতরী থেকে মাদক মামলায় গ্রেফতারির পর ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন নবাব। তাঁর অভিযোগ ছিল, বিজেপি চক্রান্ত করে আরিয়ানকে ফাঁসিয়েছে।

অন্য বিষয়গুলি:

Nawab Malik NCP Enforcement Directorate ED NCB Aryan Khan Dawood Ibrahim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy