Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Crime

বিবেক ওবেরয়কে দেখে অনুপ্রাণিত, স্বপ্ন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হওয়া! পুলিশের জালে নাবালক

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগেই ইনস্টাগ্রামে এক ব্যক্তিকে খুনের হুমকি দেয় সে। সেখানে নিজের পরিচয়ও উল্লেখ করে। পোস্টে আরও উল্লেখ করে কেন ওই ব্যক্তিকে সে খুন করতে চলেছে।

Delhi police arrested 17yo boy

দিল্লি পুলিশের হাতে গ্রেফতার গ্যাংস্টার হতে চাওয়া কিশোর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫০
Share: Save:

ইনস্টাগ্রামে ফলাও করে নিজেকে এলাকার ‘দাদা’ হিসাবে পরিচয় দিত বছর সতেরোর কিশোর। শুধু তাই-ই নয়, বেশ কয়েক জন গ্যাংস্টারের সঙ্গে তার ওঠাবসার খবরও সগর্বে ঘোষণা করত ইনস্টাগ্রামের মাধ্যমে। নিজের একটা গ্যাংও তৈরি করে ফেলেছিল সে। উত্তর-পূর্ব দিল্লিতে তার নেতৃত্বে সেই গ্যাং গুলি চালানো, ডাকাতির মতো একাধিক ঘটনায় জড়িত। সেই কিশোরকেই শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

মাঝেমধ্যেই এলাকায় গুলি চালানো, ধমকি দেওয়া, এমনকি সাধারণ মানুষকে গুলি করে পুলিশের নজরে নিজেকে আনার চেষ্টা করছিল সে। শুধু তা-ই নয়, কিশোরের মূল লক্ষ্য ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দৃষ্টি আকর্ষণ এবং সেই দলে নিজেকে সামিল করা। আর তাই মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করত, বহু গ্যাংস্টারের সঙ্গে তার ওঠাবসা। তার লক্ষ্য ছিল এক তির, দুই নিশানা। প্রথমত লরেন্স বিষ্ণোইয়ের কাছে তার সাহসিকতার খবর পৌঁছনো। আর দ্বিতীয়ত, এলাকায় নিজেকে ‘দাদা’ হিসাবে পরিচিত করা।

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগেই ইনস্টাগ্রামে এক ব্যক্তিকে খুনের হুমকি দেয় সে। সেখানে নিজের পরিচয়ও উল্লেখ করে। পোস্টে আরও উল্লেখ করে কেন ওই ব্যক্তিকে সে খুন করতে চলেছে। সেখানে কিশোর জানায়, সম্প্রতি তাদের মারধর করেছিল ওই ব্যক্তি। তারই বদলা নিতে চায় সে। পুলিশের কাছে সেই পোস্ট পৌঁছতেই কিশোরের খোঁজ শুরু করে তারা। তল্লাশি চালিয়ে উত্তর-পূর্ব দিল্লির একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় ওই কিশোরকে।

পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে ৩০২, ৩০৭ এই সংখ্যায় আইডি তৈরি করত কিশোর। আসলে এগুলি ভারতীয় দণ্ডবিধির এক একটি ধারা। খুন এবং খুনের চেষ্টার ঘটনায় ৩০২ এবং ৩০৭ ধারায় মামলা করা হয়। পুলিশকে ওই কিশোর জানিয়েছে, বিবেক ওবেরয় অভিনীত ‘শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি তাঁর খুব প্রিয়। আর ওই ছবিই তাঁকে অনুপ্রাণিত করেছে।

অন্য বিষয়গুলি:

Crime Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy