চেন্নাইয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ট্র্যাফিক পুলিশকর্মী। গত ২৫ জানুয়ারি চেন্নাইয়ের মায়লাপুরে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওই কিশোরী। সারা রাত খোঁজাখুঁজির পরেও মেয়েকে না পেয়ে পর দিন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। তদন্তে নেমে কিশোরীর ১৬ বছরের প্রেমিকের খোঁজ পায় পুলিশ। তার সূত্র ধরেই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে উদ্ধারের পরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ২৫ তারিখ বাড়ি থেকে বেরিয়ে ফুটপাথে বসেছিল কিশোরী। তখন এক ট্র্যাফিক পুলিশকর্মী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এর পর তাকে পুলিশ বুথে নিয়ে গিয়ে ফের ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে নির্যাতিতা। কোনও ভাবে সেখান থেকে পালিয়ে নাবালিকা প্রেমিকের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তার ১৬ বছরের প্রেমিকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই আত্মীয়ের বাড়ি থেকেই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগের ভিত্তিতে ওই ট্র্যাফিক পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তার গোপন জবানবন্দিও রেকর্ড করেছেন তদন্তকারীরা। অভিযুক্ত ট্র্যাফিক পুলিশ, কিশোরীর প্রেমিক এবং তার মায়ের বিরুদ্ধে শিশু সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের হয়েছে।