দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন একত্রবাস সঙ্গী। সেই অভিমানে থানার সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক! শনিবার মহারাষ্ট্রের নাগপুরে ঘটনাটি ঘটেছে। যুবককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন পুলিশকর্মীরাই।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সাগর মিশ্র। গত বেশ কিছু বছর ধরেই প্রেমিকার সঙ্গে একত্রবাসে থাকতেন ৩০ বছরের ওই যুবক। নিয়মিত মদ্যপান করতেন সাগর। এ নিয়ে সঙ্গীর সঙ্গে প্রায়ই বচসা হত তাঁর। সম্প্রতি সাগরের সঙ্গে সম্পর্ক শেষ করে নিজের বাড়িতে ফিরে যান প্রেমিকা। শনিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বোঝানোরও চেষ্টা করেছিলেন সাগর। কিন্তু চিঁড়ে ভেজেনি। সাগরকে এক প্রকার বাড়ি থেকে তাড়িয়েই দেন প্রেমিকা ও তাঁর মা। সাগরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা।
আরও পড়ুন:
এর পরেই সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়। কিন্তু উল্টে থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই যুবক। এক পর্যায়ে বিষের বোতল বার করে কর্তব্যরত পুলিশকর্মীদের সামনেই বিষ খেয়ে নেন তিনি। এর পরেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের করা হয়েছে আত্মহত্যার চেষ্টার একটি মামলা।