প্রতীকী ছবি।
তীর্থ সেরে বাড়ি ফিরছিলেন ১৭ জন ভক্তের একটি দল। পথে দুর্ঘটনায় তাঁদের মধ্যে ১০ জনেরই মৃত্যু হল উত্তরপ্রদেশের পিলভিটে।
হরিদ্বার থেকে ট্রাকে করে উত্তরপ্রদেশের লখিমপুরে ফিরছিলেন তীর্থযাত্রীরা। পিলভিটের কাছে জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তাঁদের ট্রাকটি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। জখম হন বাকি ৭জন।
বৃৃহস্পতিবার ভোর সারে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে গাজরাউলা থানা এলাকায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পাঁচজনের চিকিৎসা স্থানীয় জেলা হাসপাতালে হলেও বাকি দু’জনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাঁদের বরেলীর হাসপাতালে পাঠানো হয়ছে।
পিলভিটের জেলা শাসক পুলকিত খারে জানিয়েছেন, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ভোর বেলায় ফাঁকা রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল কী করে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, চালকের অসতর্কতাতেই ঘটনাটি ঘটেছে।
UP | 10 dead, 7 injured after a DCM vehicle returning from Haridwar met with an accident at about 4:30 am this morning. Of the 17 people, 10 died on the spot, 5 being treated at a district hospital, 2 referred to Bareilly. We've contacted their families..: Pilbhit DM Pulkit Khare pic.twitter.com/V92UDkn17U
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 23, 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy