Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Astrological Tips

কখন বৃহস্পতির রত্ন পীত পোখরাজ ধারণ করা যায়? ধারণের নিয়ম নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র

দেবগুরু বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ (পীত/হলুদ)। পোখরাজ খুবই মূল্যবান রত্ন।

দেবগুরু বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ (পীত/হলুদ)।

দেবগুরু বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ (পীত/হলুদ)। ছবি: সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:১১
Share: Save:

দেব গুরু বৃহস্পতির আশীর্বাদে সিক্ত হওয়ার অভিপ্রায় সকলেরই। বৃহস্পতি গ্রহের অশুভত্ব নাশ, হ্রাস এবং শুভত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিকারের বিধান থাকলেও বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য সর্বাধিক প্রচলিত গ্রহরত্ন বা উপরত্ন ধারণ। গ্রহরত্ন বা উপরত্ন ধারণের কিছু নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না (নিয়ম না জানার কারণে)। অধিকাংশ মানুষের ধারণা, যে কোনও গ্রহের রত্ন বা উপরত্ন ধারণেই গ্রহের সব অশুভত্ব নাশ হয়ে যায় এবং ওই গ্রহ সর্ব ক্ষেত্রেই শুভফল দান করতে শুরু করে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় গ্রহরত্ন বা উপরত্ন ধারণ করেন। যার ফলে বিপরীত প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন। ফল স্বরূপ জ্যোতিষশাস্ত্রের প্রতি বিতৃষ্ণা এবং ভুল ধারণার সৃষ্টি হয়।

বৃহস্পতি গ্রহের রত্ন বা উপরত্ন ধারণের পূর্বে রত্ন এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে ধারণা প্রয়োজন।

দেবগুরু বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ (পীত/হলুদ)। পোখরাজ খুবই মূল্যবান রত্ন।

পোখরাজ বায়ু, পিত্ত এবং কফের প্রভাব প্রশমিত করতে পারে।

কখন পোখরাজ ধারণ করা যায়?

মেষ, কর্কট, বৃশ্চিক, ধনু, এবং মীন লগ্নের জাতক-জাতিকার বৃহস্পতি দুর্বল। কিন্তু ভাল ক্ষেত্রে অবস্থান করলে অথবা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে পীত পোখরাজের বিকল্প হতে পারে পীত টোপাজ। তবে ও ক্ষেত্রে পোখরাজের দ্বিগুণ ওজনের টোপাজ ধারন করা উচিত।

পীত পোখরাজের সহিত প্রবাল, মুক্ত, এবং চুনি ধারণ করা যেতে পারে। পীত পোখরাজের সহিত হীরা, নীলা ধারণ করা উচিত নহে।

পীত পোখরাজ ধারণের নিয়ম

বৃহস্পতিবার সকাল অথবা পুনরবাসু, পূর্ব ভাদ্রপদ, বিশাখা নক্ষত্রে সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে সঠিক ভাবে শোধন করে তর্জনীতে ধারণ করা উচিত। পীত পোখরাজ ধারণের জন্য অবশ্যই সোনা ব্যবহার করা উচিত।

যে কোনও গ্রহের রত্ন ধারণ অথবা প্রতিকারের ক্ষেত্রে সঠিক ধারণা না থাকলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা উচিত।

অন্য বিষয়গুলি:

Astrological Tips Sapphire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE