আফ্রিকার দক্ষিণ সুদানে বিমানঘাঁটিতে দুর্ঘটনার মুখে পড়ল যাত্রিবাহী বিমান। বুধবার ২১ জন যাত্রী এবং বিমানকর্মী নিয়ে ভেঙে পড়ে ওই বিমানটি। এক জন বাদে সকলেই নিহত হয়েছেন।
রাষ্ট্রপুঞ্জের ‘মিশন ইন দক্ষিণ সুদান’ (ইউএনএমআইএসএস) জানিয়েছে, ইউনিটি প্রদেশের একটি তৈলক্ষেত্রের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশে ওড়ার পরেই বিমানটি ভেঙে পড়ে। নিহত যাত্রীদের মধ্যে এক জন ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ সংস্থা বিবিসির প্রকাশিত খবরে দাবি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন:
বিমানের পাইলট ও কো-পাইলটও দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ সুদান সরকার। অন্যেরা সকলেই ওই তৈলক্ষেত্রের কর্মী। গত কয়েক বছরে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে জুবা থেকে ইরোল শহরগামী একটি যাত্রিবাহী বিমান ভেঙে ১৯ জন মারা গিয়েছিলেন। ২০১৫ সালে জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর একটি বিমান ভেঙে পড়ায় পাইলট ও কর্মীদের মৃত্যু হয়েছিল।