Advertisement
১০ অক্টোবর ২০২৪

আপনার আত্মিক সংখ্যা কত জানেন? কী জানা যায় এই সংখ্যা থেকে?

এই আকাঙ্খা অবশ্য পুরোপুরি আধ্যাত্মিক। মন ও প্রাণ যা চায় তার সঙ্গে এর মিল থাকতেও পারে, আবার নাও পারে।

অসীম সরকার
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০০:৪৩
Share: Save:

সংখ্যাতত্ত্ব বা নিউম্যারিওলজিতে আত্মিক সংখ্যাকে Heart’s Desire number বা Soul Urge number বলে। আমাদের হৃদয়ের গভীরে যে আত্মা বা সোল আছে, প্রতি জন্মে তার একটা উদ্দেশ্য আছে। অর্থাৎ প্রতি জন্মে সে কিছু কাজ করে। নিউম্যারোলজির সাহায্যে আমরা তার গোপন ইচ্ছাটা জানার চেষ্টা করব। এটাকে আত্মার আকাঙ্খাও বলা যায়।

এই আকাঙ্খা অবশ্য পুরোপুরি আধ্যাত্মিক। মন ও প্রাণ যা চায় তার সঙ্গে এর মিল থাকতেও পারে, আবার নাও পারে। আমার অনেক আকাঙ্খা আছে, ভোগসুখের ইচ্ছা আছে, আমার ভিতরে বহু প্রাণিক সুখের ইচ্ছা রয়েছে। এর মধ্যে কোন ইচ্ছাটি প্রকৃত অর্থে সোল বা আত্মার ইচ্ছা তা জানার চেষ্টা করা উচিত।

এ বার আত্মা বা হৃদয়ের গভীরে যে ইচ্ছা, তা জানতে আমরা প্রথমে আত্মিক সংখ্যা কী ভাবে বের করতে হয় তা শিখব।

*প্রথমে যার আত্মিক সংখ্যা বের করব, তার পুরো ইংরেজি নামের বানানটা লিখব। মনে করা যাক, তার নাম SUCHITRA SEN (সুচিত্রা সেন)।

*এ বার S U C H I T R A S E N –এই ইংরেজি বানান থেকে শুধু Vowel গুলি বেছে নেব। এখানে Vowels গুলির মান দেওয়া হল- A=1, U=3, E=5, O=6, Y=7, I=9

*সুচিত্রা বানানে যে সব Vowel আছে, যেমন, U I A= 3+9+1=13=1+3=4

*সেন বানানে যে Vowel আছে, যেমন, E=5

* সব Vowels যোগ করলে দাঁড়ায়- 4+5=9

* সুচিত্রা সেনের আত্মিক সংখ্যা হল=৯

আত্মিক সংখ্যা ৯(নয়)- ৯ মানে এটা বিশ্বজনীন সংখ্যা। এই সংখ্যার মধ্যে Universal consciousness প্রবল ভাবে কাজ করে। এদের মধ্যে সব সময় পরের জন্য কিছু করার ভাব আজীবন বহন করতে হয়। এরা কমবেশি আদর্শবাদী মানুষ হয়ে থাকে। উদার ও মহানুভব প্রকৃতির হয়ে থাকে। পুরোপুরি স্বার্থহীন হয়ে থাকে।

এদের প্রবল আকর্ষণীয় ক্ষমতা থাকে, যারাই এর প্রভাবে আসবে আজীবন তাকে স্মরণ করবে।

এদের ক্যারিশমা সকলের হৃদয় স্পর্শ করে থাকে।

নয় আত্মিক সংখ্যা্র জাতক/জাতিকারা যে কোনও অর্থে প্রবল ভাবাবেগ সম্পন্ন ও স্পর্শকাতর মানসিকতার হয়ে থাকে।

বাইরে যাই করুক না কেন ভিতরে ভিতরে এরা প্রবল ভাবে ঈশ্বরে সমর্পিত প্রাণ, মন ও হৃদয়।

অন্য বিষয়গুলি:

Rashi Heart’s Desire number
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE