Advertisement
০৬ অক্টোবর ২০২৪

ষষ্ঠী থেকে দশমী যে কোনও ৪ দিন কড়ি দিয়ে করুন এই টোটকা

চারিদিকে কাশ ফুলের সৌন্দর্য্য এবং শিউলি ফুলের গন্ধ। হালকা শীতের পরশ মানেই দুর্গা মায়ের আগমনের সময়। পুজোর সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই মেতে ওঠে পুজোর আনন্দে। চারিদিকে পুজো পুজো ভাব।এই সময় সবাই চায় আনন্দে সামিল হতে। কিন্তু অনেক সময় দেখা যায় দারিদ্র এক অভিশাপের মতো সামনে এসে দাঁড়িয়েছে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০০:০৫
Share: Save:

চারিদিকে কাশ ফুলের সৌন্দর্য্য এবং শিউলি ফুলের গন্ধ। হালকা শীতের পরশ মানেই দুর্গা মায়ের আগমনের সময়। পুজোর সময় জাতি ধর্ম নির্বিশেষে সবাই মেতে ওঠে পুজোর আনন্দে। চারিদিকে পুজো পুজো ভাব।এই সময় সবাই চায় আনন্দে সামিল হতে। কিন্তু অনেক সময় দেখা যায় দারিদ্র এক অভিশাপের মতো সামনে এসে দাঁড়িয়েছে। এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে জ্যোতিষ শাস্ত্রে কিছু সহজ টোটকার কথা উল্লেখ করা আছে, যা প্রয়োগ করলে অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায়।

এই টোটকাটি করতে প্রয়োজন কড়ির। কড়ি মালক্ষ্মীর ভীষণ প্রিয়। কড়ি দিয়ে যা কিছুই করা হোক, তাতে মালক্ষ্মী খুব প্রসন্ন হন। কড়ি দ্বারা মানুষের আর্থিক সমস্যা দূরীভূত হয় এবং ঘরে টাকা পয়সা বৃদ্ধি করতে সাহায্য করে। এ ছাড়া সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহের হাত থেকেও মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না

তবে এই টোটকাটি অন্য সময় করলে ফল পাওয়া যাবে না তা নয়, কিন্তু পুজোর সময় করলে ফল দ্রুত পাওয়া যাবে। অবশ্যই পুজোর দিনগুলোর মধ্যে যে কোনও একদিন করতে হবে।

টোটকাটি হল:

পুজোর যে কোনও একদিন ১১টি হলুদ রঙের কড়ি নিয়ে তা নিজের ঘরে মালক্ষ্মী দেবীর চরণে রেখে ধূপ দীপ সহকারে পুজো করে, কড়িগুলো হলুদ কাপড়ে বেঁধে ঘরের প্রধান দরজার ডান দিকে ঝূলিয়ে দিতে হবে, তারপর দেখুন অভাব দূরে গিয়ে কী ভাবে কপাল খুলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Cowrie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE