কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্জিকা নির্মাণ করা হয়। পরবর্তী কালে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে প্রচলিত হয়।
চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে আগামী ১৫ এপ্রিল বাংলার নববর্ষ, ১৪২৮। বাংলা নববর্ষের ইতিহাস বা কবে থেকে বাংলা বর্ষের হিসাব শুরু, এই বিষয়ে বিভিন্ন মত থাকলেও কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা বর্ষ সৃষ্টির মতই বিশেষ গ্রহণযোগ্য। মুঘল সম্রাট আকবরের শাসনকালে তৎকালীন চন্দ্রনির্ভর হিজরি সনের কৃষিকাজের সঙ্গে অর্থাৎ ফসল উৎপাদনের সঙ্গে বিশেষ মিল না থাকায় সম্রাট আকবর পুনরায় পঞ্জিকা সংস্কারের নির্দেশ দেন। কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্জিকা নির্মাণ করা হয়। পরবর্তী কালে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে প্রচলিত হয়।
আগামী বৈশাখ মাসের গ্রহের অবস্থান–
আগামী ১লা বৈশাখ থেকে ৩০ বৈশাখ পর্যন্ত রবি এবং আগামী ১লা বৈশাখ থেকে ২০ বৈশাখ পর্যন্ত শুক্র মেষ রাশিতে অবস্থান করবে। মাসের প্রথম দিন চন্দ্র এবং রাহুর অবস্থান বৃষ রাশিতে, রাহু বৃষ রাশিতে অবস্থান করলেও চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল মিথুন রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। মকর রাশিতে অবস্থান করবে শনি। বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করবে। মীন রাশিতে বুধ অবস্থান করবে আগামী ২ বৈশাখ পর্যন্ত। আগামী ৩ বৈশাখ থেকে ১৭ বৈশাখ পর্যন্ত বুধ মেষ রাশিতে অবস্থান করবে।
আগামী বৈশাখ মাসের বিশেষ দিন:
পূর্ণিমা – ১২ বৈশাখ, (২৬ এপ্রিল)।
অমাবস্যা –২২ বৈশাখ, (১১ মে)।
বিবাহ – ১০, ১২, ১৩, ১৬, ২৪ বৈশাখ।
অন্নপ্রাশন – ১, ১১, ২৯ বৈশাখ।
গাত্র হরিদ্রা – ৯, ১১, ১৫, ১৮, ১৯, ২৫, ২৯ বৈশাখ।
গৃহপ্রবেশ – ২৯ বৈশাখ।
গৃহরাম্ভ – ২৯ বৈশাখ।
দেবতা প্রতিষ্ঠা – ২৯ বৈশাখ।
দ্বিরাগমন – ২৯ বৈশাখ।
একাদশী – ৯ বৈশাখ (২৩ এপ্রিল), ২৩ বৈশাখ (৭ মে)।
আগামী ১লা বৈশাখ শ্রী শ্রী গণেশ পূজা, নববর্ষারম্ভে হালখাতা মহরতাদি ও ধ্বজারোপণম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy