হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত। হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন। ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চার বার স্নান করাতে হয়। বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, অপরাজিতা (নীল) ফুল এবং ফল-মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম। পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদ্যাপন সমাপ্ত হয়।
আরও পড়ুন:
শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি, অর্থাৎ শিব তথা পুরুষশক্তি এবং আদিশক্তির মিলনের তিথি। এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দূর হয়। পূরণ হয় মনের সকল বাসনা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
চতুর্দশী তিথি আরম্ভ:
১৪ ফাল্গুন, বুধবার
২৬ ফেব্রুয়ারি, বুধবার
সময় সকাল ১১টা ১০ মিনিট।
শ্রীশ্রী শিবরাত্রি ব্রত।
চতুর্দশী তিথি শেষ:
১৫ ফাল্গুন, বৃহস্পতিবার
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
সময় সকাল ৮টা ৫৫ মিনিট।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
চতুর্দশী তিথি আরম্ভ:
১৩ ফাল্গুন, বুধবার
২৬ ফেব্রুয়ারি, বুধবার
সময় সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড।
শ্রীশ্রী শিবরাত্রি ব্রত।
চতুর্দশী তিথি শেষ:
১৪ ফাল্গুন, বৃহস্পতিবার
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
সময় সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড।