Advertisement
০৭ অক্টোবর ২০২৪

লগ্নে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার

বাড়িতে বটগাছ বসিয়ে তাতে প্রতি দিন উত্তর মুখে দাঁড়িয়ে জল নিবেদন করতে হবে। এই বটগাছ টবেও লাগানো যেতে পারে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০০:০৬
Share: Save:

লগ্নের প্রথম ঘরে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• একটি নীল কাপড়ে নারকেল বেঁধে নদী বা পুকুরে ফেলে দিতে হবে।
• কালো বা নীল রঙের পোশাক বর্জন করতে হবে।
• গলায় রূপোর চেন ধারণ করতে হবে।
লগ্নের দ্বিতীয় ঘরে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• বাড়ির উত্তর পশ্চিম দিকে সব সময় একটি জলপূর্ণ পাত্র রাখতে হবে।
• সব সময় সোনার কোনও গয়না পরে থাকতে হবে।
• কপালে হলুদ বা কেশরের ফোঁটা দেওয়া শুভ।

আরও পড়ুন: গ্রহের কী রকম অবস্থানে কালসর্প যোগের অশুভত্ব অনেকটা কম ভোগ করতে হয়

লগ্নের তৃতীয়ে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• ভোরবেলা সূর্য উদয়ের সময় পাখিদের খাবার দিতে হবে।
• বাড়িতে বটগাছ বসিয়ে তাতে প্রতি দিন উত্তর মুখে দাঁড়িয়ে জল নিবেদন করতে হবে। এই বটগাছ টবেও লাগানো যেতে পারে।
• যথাসাধ্য সরষে দান করা ভাল।
লগ্নের চতুর্থে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রবাহিত জলে ধান ভাসাতে হবে।
• ঘরে নোংরা বা ঝুল হতে দেওয়া যাবে না।
• আঙুলে রূপোর আংটি পরলে ভাল।
লগ্নের পঞ্চমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• একটি রূপোর তৈরি হাতির মূর্তি ঘরে রাখুন।
• বাড়ির প্রধান দরজার ঠিক নীচে এক টুকরো রুপো পুঁতে দিতে হবে।

আরও পড়ুন:জন্মছকে শনির এই অবস্থানে আপনাকে পূর্বজন্মের ক্ষতিপূরণ দিতে হবে

লগ্নের ষষ্ঠে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• তিলের নাড়ু বানিয়ে জলে ভাসাতে হবে।
• নীল রঙের ফুল দিয়ে পর পর ৬ দিন সরস্বতী দেবীর পুজো করতে হবে।
• যে কোনও কালো রঙের জিনিস ঘরে রাখতে হবে।
লগ্নের সপ্তমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• তামা বা রূপোর আংটি স্ত্রীকে ধারণ করাতে হবে।
• সব সময় এক ঘটি জল ঘরে রাখতে হবে।
• একটি নারকেল প্রতি শনিবার জলে ভাসাতে হবে।
লগ্নের অষ্টমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রতি বুধবার ৮টি করে কাচের টুকরো জলে ভাসাতে হবে।
• ছোট্ট রুপোর টুকরো সর্বদা নিজের কাছে রাখতে হবে।
লগ্নের নবমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রতি শনিবার মন্দিরে ধূপ দ্বীপ জ্বালাতে হবে।
• বাড়িতে কুকুর পুষতে হবে।
• কুমারী কন্যাকে কিছু দান করতে হবে।

আরও পড়ুন:মানুষের জীবনে নক্ষত্রের ভূমিকা

দশমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• মন্দিরে মিষ্টি দিয়ে পুজো দিতে হবে।
• মুসুর ডাল জলে ভাসানো ভাল।
• মাটির পাত্রে ভাত রান্না করে অন্ধকার জায়গায় রেখে আসতে হবে।
একাদশে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• রুপোর গ্লাসে জল খাওয়ার ব্যবস্থা করতে হবে।
• আঙুলে সোনা বা রুপোর আংটি পরতে হবে।
• মন্দিরে কিছু দান করতে হবে।
দ্বাদশে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• মেঝেয় বসে আহার করতে হবে।
• নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে।
• কিছুটা মৌরি বা মুগ ডালের একটা ছোট থলি বানিয়ে বালিশের নীচে রেখে ঘুমোতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE