Advertisement
০৯ অক্টোবর ২০২৪

জীবনে কতটুকু সম্মান পাবেন? দেখে নিন জ্যোতিষ কী বলছে

সম্মান যদি কাউকে দেওয়া হয়, তবেই সম্মান পাওয়া যায়। রাশিচক্রের দিক থেকে গ্রহের বিচার করলে দেখা যায়, গ্রহের অবস্থান অনুযায়ী এই মান-সম্মানের ব্যাপারটি এসে যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

সম্মান যদি কাউকে দেওয়া হয়, তবেই সম্মান পাওয়া যায়। রাশিচক্রের দিক থেকে গ্রহের বিচার করলে দেখা যায়, গ্রহের অবস্থান অনুযায়ী এই মান-সম্মানের ব্যাপারটি এসে যায়। রবি, মঙ্গল, বৃহস্পতি এই তিনটি গ্রহ মানুষের মান-সম্মান, যশ, বৃদ্ধির কারক।

• রবি যদি জন্মকালীন রাশিচক্রে স্বক্ষেত্রে থাকে এবং যদি উচ্চস্থ থাকে, তা হলে মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি সব ঠিক থাকে।

• বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ হলে যে কোনও মানুষ সম্মানের উচ্চ শিখরে বাস করে।

এ বার হস্তরেখা বিচার দেখে নেওয়া যাক—

• রবি রেখা যদি সোজা আঙুল থেকে নীচে মনিবন্ধ পর্যন্ত নেমে আসে, তা হলে সে ভাগ্যবান, যশ, অর্থ, সম্মানের অধিকারী হয়ে থাকে।

• রবি রেখা যদি বেঁকে শনির দিকে আসে, তা হলে সে অসম্মানিত হতে পারে।

• যদি কোনও মানুষের রবিরেখা অতি ছোট থাকে বা না থাকে তবে সে কখনও সুনাম অর্জন করতে পারবে না।

• রবি রেখা যদি ভাগ্যরেখা পর্যন্ত আসে জাতকের যথেষ্ট সম্মান প্রাপ্তি হয়।

আরও পড়ুন: ২০১৯ সালের কেমন যাবে আপনার স্বাস্থ্য

• রবি রেখা যদি কেতুর স্থান পর্যন্ত নেমে আসে তবে জাতকের প্রচুর সম্মান প্রাপ্তি ঘটে থাকে।

• যদি পিতৃ রেখা যুগ্ম দৃষ্ট হয়, তবে জাতক প্রচুর সম্মানের অধিকারী হয়।

• রবি রেখা যদি তরঙ্গায়িত হয় তাহলে জাতক পণ্ডিত হলেও মান-সম্মানের অসুবিধা হতে পারে।

অন্য বিষয়গুলি:

Rashi Life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE