Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Durga Puja 2023

আগে থাকতেই পুজোর পরিকল্পনা সেরে ফেলুন, কখন অঞ্জলির ভাল সময়, কখন সন্ধি পুজো

দুর্গাপুজো এ বছর কখন শুরু হবে? পুজোয় বিভিন্ন নিয়মের সময়ই বা কী? জেনে নিন এক নজরে।

Know the timings and dates of Durga puja.

শ্রী শ্রী দুর্গাদেবী। ছবি: সংগৃহীত।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০০
Share: Save:

শ্রী শ্রী দুর্গাদেবীর ঘোটকে আগমন, ফল - ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

শ্রী শ্রী দুর্গাদেবীর ঘোটকে গমন, ফল – ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

মহালয়া –

অমাবস্যা তিথি আরম্ভ –

বাংলার – ২৬ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি – ১৩ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ৯ টা ৫২ মিনিট।

অমাবস্যা তিথি শেষ –

বাংলার – ২৭ আশ্বিন, শনিবার।

ইংরেজি – ১৪ অক্টোবর, শনিবার।

সময় – রাত ১১ টে ২৫ মিনিট।

অমাবস্যার ব্রতোপবাস। মহালয়া পার্বণ শ্রাদ্ধম। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পুজো।

পঞ্চমী –

পঞ্চমী তিথি আরম্ভ –

বাংলার – ৩১ আশ্বিন, বুধবার।

ইংরেজি – ১৮ অক্টোবর, বুধবার।

সময় – রাত্রি ১টা ১৪ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা – ১ কার্ত্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৯ অক্টোবর, বৃহস্পতিবার।

সময় –রাত্রি ১২ টা ৩২ মিনিট।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর পঞ্চমী বিহিত পূজা।

ষষ্ঠী –

ষষ্ঠী তিথি আরম্ভ -

বাংলার – ১ কার্ত্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৯ অক্টোবর, বৃহস্পতিবার।

সময় –রাত্রি ১২ টা ৩৩ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ –

বাংলার – ২ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ২০ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ১১ টা ২৫ মিনিট।

দিবা ৯টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮টা ৩০ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রসস্তা। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী -

সপ্তমী তিথি আরম্ভ –

বাংলার – ২ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ২০ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ঘ ১১ টা ২৬ মিনিট।

সপ্তমী তিথি শেষ –

বাংলার – ৩ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি – ২১ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ৯ টা ৫৪ মিনিট।

দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭ টা ৫ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা। রাত্রি ১০ টা ৫৮ গতে ১১ টা ৪৬ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা।

অষ্টমী -

অষ্টমী তিথি আরম্ভ –

বাংলার – ৩ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি – ২১ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ৯ টা ৫৫ মিনিট।

অষ্টমী তিথি শেষ –

বাংলার – ৪ কার্ত্তিক, রবিবার।

ইংরেজি – ২২ অক্টোবর, রবিবার।

সময় – রাত্রি ০৮ টা।

দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ। বীরাষ্টমী এবং মাষ্টমী ব্রতোপবাস।

সন্ধি পূজা -

রাত্রি ৭ টা ৩৬ গতে সন্ধিপুজা আরম্ভ। রাত্রি ০৮টা গতে বলিদান। রাত্রি ৮ টা ২৪ মধ্যে সন্ধিপুজা সমাপন। শ্রী শ্রী কালিকা দেব্যাবির্ভাব। মহিষমর্দিনী দেব্যাবির্ভাব। মহারাত্রি নিমিত্তানুষ্ঠান।

নবমী -

নবমী তিথি আরম্ভ -

বাংলার – ৪ কার্ত্তিক, রবিবার।

ইংরেজি – ২২ অক্টোবর, রবিবার।

সময় – রাত্রি ০৮ টা ১ মিনিট ।

নবমী তিথি শেষ –

বাংলার – ৫ কার্ত্তিক , সোমবার।

ইংরেজি – ২৩ অক্টোবর, সোমবার।

সময় – অপ ঘ ৫ টা ৪৫ মিনিট।

দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭ টা ৬ মধ্যে পুনঃ ৮ টা ৩২ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা প্রসস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন।

দশমী

দশমী তিথি আরম্ভ –

বাংলার – ৫ কার্ত্তিক , সোমবার।

ইংরেজি – ২৩ অক্টোবর, সোমবার।

সময় – অপ ঘ ৫ টা ৪৬ মিনিট।

দশমী তিথি শেষ –

বাংলার – ৬ কার্ত্তিক, মঙ্গলবার।

ইংরেজি – ২৪ অক্টোবর, মঙ্গলবার।

সময় – দিবা ৩ টে ১৫ মিনিট।

দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৭ টা ৬ মিনিট মধ্যে পুনঃ ৮ টা ৩২ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রসস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা –

পূর্ণিমা তিথি আরম্ভ –

বাংলার –৯ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ২৭ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ঘ ৪ টে ১৯ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ –

বাংলার – ১০ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি – ২৮ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ১ টা ৫৪ মিনিট।

পূর্ণিমার ব্রতোপবাস প্রদোষ (সন্ধ্যা ৪ টে ৫৯ গতে রাত্রি ৬ টা ৩৫ মিনিট মধ্যে)।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে –

মহালয়া

অমাবস্যা তিথি আরম্ভ –

বাংলা – ২৫ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি – ১৩ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ৯ টা ২৬ মিনিট ১০ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ –

বাংলার – ২৬ আশ্বিন, শনিবার।

ইংরেজি – ১৪ অক্টোবর, শনিবার।

সময় – রাত ১০ টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড।

মহালয়া পার্বণ শ্রাদ্ধম।

পঞ্চমী –

পঞ্চমী তিথি আরম্ভ –

বাংলা – ৩০ আশ্বিন, বুধবার।

ইংরেজি – ১৮ অক্টোবর, বুধবার।

সময় – রাত্রি ঘ ১১ টা ৩৫ মিনিট ১২ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা – ১ কার্ত্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৯ অক্টোবর, বৃহস্পতিবার।

সময় –রাত্রি ঘ ১০ টা ৩৩ মিনিট।

ষষ্ঠী –

ষষ্ঠী তিথি আরম্ভ -

বাংলা – ১ কার্ত্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৯ অক্টোবর, বৃহস্পতিবার।

সময় –রাত্রি ১০ টা ৩৩ মিনিট ১ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ –

বাংলা – ২ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ২০ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ৯ টা ৬ মিনিট ৩৬ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রসস্তা।

সপ্তমী –

সপ্তমী তিথি আরম্ভ –

বাংলা – ২ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ২০ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ৯ টা ৬ মিনিট ৩৭ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ –

বাংলা – ৩ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি – ২১ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ৭ টা ১৯ মিনিট ৪০ সেকেন্ড।

পূর্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চর নবাংশে (কিন্তু বারবেলানুরোধে ৭ টা ৪ মিনিট ১৬ সেকেন্ড হইতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা।

অষ্টমী –

অষ্টমী তিথি আরম্ভ –

বাংলার – ৩ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি– ২১ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ৭ টা ১৯ মিনিট ৪১ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ –

বাংলার – ৪ কার্ত্তিক, রবিবার।

ইংরেজি – ২২ অক্টোবর, রবিবার।

সময় – সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট ৫৭ সেকেন্ড ।

পূর্বাহ্ণ ৯ টা ২৭ মিনিট ৬ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রসস্তা।

সন্ধি পূজা

সন্ধ্যা ৪ টে ৫২ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ৫ টা ৪০ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।

সন্ধ্যা ৪ টে ৫২ মিনিট ৫৭ সেকেন্ড থেকে সন্ধিপুজারম্ভ। সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট ৫৭ সেকেন্ড থেকে বলিদান। রাত্রি ৫ টা ৪০ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে সন্ধিপুজা সমাপন।

নবমী –

নবমী তিথি আরম্ভ –

বাংলার – ৪ কার্ত্তিক, রবিবার।

ইংরেজি – ২২ অক্টোবর, রবিবার।

সময় – সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট ৫৮ সেকেন্ড ।

নবমী তিথি শেষ –

বাংলার – ৫ কার্ত্তিক , সোমবার।

ইংরেজি– ২৩ অক্টোবর, সোমবার।

সময় – ৩ টে ২ মিনিট ২৫ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯ টা ২৭ মিনিট ১১ সেকেন্ড মধ্যে (কিন্তু বারবেলানুরোধে ৭ টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে পুনঃ ৮ টা ৩০ মিনিট ১৭ সেকেন্ড হইতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রসস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

দশমী –

দশমী তিথি আরম্ভ –

বাংলার – ৫ কার্ত্তিক , সোমবার।

ইংরেজি– ২৩ অক্টোবর, সোমবার।

সময় – ঘ ৩ টে ২ মিনিট ২৬ সেকেন্ড।

দশমী তিথি শেষ –

বাংলার – ৬ কার্ত্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৪ অক্টোবর, মঙ্গলবার।

সময় –১২ টা ৪১ মিনিট ১৪ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯ টা ২৭ মিনিট ১৪ সেকেন্ড মধ্যে চরলগ্নে ও চর নবাংশে কিন্তু বারবেলানুরোধে ৭টা ৫ মিনিট ১৮ সেকেন্ড মধ্যে পুনঃ ৮ টা ৩০ মিনিট ২৮ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিতপুজা সমাপনান্তে বিসর্জন প্রসস্তা।

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা –

পূর্ণিমা তিথি আরম্ভ –

বাংলা –৯ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি– ২৭ অক্টোবর, শুক্রবার।

সময় – রাত্রি ঘ ৩ টে ৪০ মিনিট ৫৬ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ –

বাংলা – ১০ কার্ত্তিক, শনিবার।

ইংরেজি– ২৮ অক্টোবর, শনিবার।

সময় – রাত্রি ১ টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ড।

সময় – প্রদোষ সন্ধ্যা ৪ টে ৫৮ মিনিট ৩৫ সেকেন্ড থেকে রাত্রি ৬ টা ৩৪ মিনিট ৩৫ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা।

অন্য বিষয়গুলি:

Durga Pujo 2023 durga pujo mahalaya Astrology Durga Pujo Timing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy