জলের অপর নাম জীবন। জল ছাড়া কেউই বাঁচতে পারে না, এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু জল দিয়ে বিশেষ কিছু টোটকা পালন করার মাধ্যমে যে আপনি আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন সেটা কি আগে জানতেন? জ্যোতিষশাস্ত্র মতে, জল দিয়ে করা কিছু কাজ আমাদের জীবন খুব সহজ করে দিতে পারে। কাজগুলি ঠিকঠাক করতে পারলে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যাবে।
আরও পড়ুন:
দেখে নেব জল দিয়ে করা কিছু টোটকা:
১) ঘরের উত্তর-পূর্ব কোণ, অর্থাৎ ঈশান কোণে একটা মাটির পাত্র বা তামার পাত্র জলপূর্ণ করে রেখে দিন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে দ্বিগুণ। এই জল যেন কখনও শুকিয়ে না যায়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। জল যখন শুকিয়ে যাবে বা অপরিষ্কার হয়ে যাবে তখন পাত্রটা পরিষ্কার করে আবার পুনরায় জলপূর্ণ করে রেখে দিতে হবে।
২) যে মানুষের অতিরিক্ত মানসিক চাপ রয়েছে বা দীর্ঘ দিন ধরে মানসিক চাপের হাত থেকে মুক্তি পাচ্ছেন না, সেই ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা যে কোনও পাত্র ভর্তি করে জল রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জলটা বাইরে ফেলে দিন অথবা গাছের গোড়ায় ঢেলে দিন, এতে মানসিক চাপ অনেকাংশে কমে যাবে।
আরও পড়ুন:
৩) একটা পাত্রে কিছুটা গঙ্গাজল হোক বা যে কোনও পরিষ্কার জল নিন। পাত্রটি হাতে রেখে গায়ত্রী মন্ত্র জপ করুন। তার পর সেই জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিন। এর ফলে বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে।
৪) প্রতি বৃহস্পতিবার সকালে সামান্য হলুদের গুঁড়ো কিছুটা জলের সঙ্গে মিশিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এর ফলেও খুব ভাল আর্থিক উন্নতি হয়।