—প্রতীকী ছবি।
গ্রহের প্রতিকার শুনলেই প্রথমেই মনে পরে গ্রহের রত্নধারণ। একটা ভ্রান্ত ধারণা সাধারণ মানুষের মনে বসে গেছে গ্রহের সমস্যা মানেই অনেক খরচা করে দামি গ্রহরত্ন না পরলে গ্রহের প্রতিকার করা যায় না।
আসলে গ্রহের রত্নধারণ গ্রহের প্রতিকারের একটা উপায় মাত্র। এবং এটাও ঠিক, সব ক্ষেত্রে গ্রহরত্ন ধারণ উচিত ও নয়। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া গ্রহরত্ন ধারণে উপকারের পরিবর্তে ক্ষতি হয়। বিনা খরচে বা নামমাত্র খরচে অশুভ গ্রহের প্রতিকার সম্ভব।
গ্রহের রঙের ব্যবহার, গ্রহের মন্ত্র পাঠ, গ্রহের দেবতা এবং অধিদেবতার পূজাপাঠ ইত্যাদি উপায়ে গ্রহের প্রতিকার করা যেতে পারে। এ ছাড়াও সামান্য কিছু নিয়ম এবং জীবনধারার কিছু পরিবর্তনে বিনা খরচে বা কম খরচে অশুভ গ্রহের প্রতিকার করা সম্ভব।
রবির প্রতিকারের জন্য রোজ সূর্যপ্রণাম করুন। ভগবান শ্রী রামচন্দ্রের পুজা করুন।
চন্দ্রের প্রতিকারের জন্য মা এবং গৃহের বয়স্ক মহিলাদের সেবা করুন। সোমবার শিবের পূজা করুন। রুপোর পাত্রে জল, দুধ পান করুন।
মঙ্গলের প্রতিকারের জন্য হনুমান চাল্লিশা পাঠ করুন। লাল বা কমলা রঙের পোশাক বেশি পরুন। ঘরে পঞ্চমুখী বজরংবলীর ছবি রাখুন।
বুধের প্রতিকারের জন্য শ্রীবিষ্ণুর পূজা করুন, শ্রী গণেশের পূজা করুন, সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।
বৃহস্পতির প্রতিকারের জন্য ব্রাহ্মণ সেবা করুন, হলুদ রঙের পোশাক বেশি পরুন। কপালে হলুদ তিলক পরুন।
শুক্রের প্রতিকারের জন্য সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। গৃহের মহিলা সদস্যদের খুশি রাখুন। সাদা পোশাক বেশি ব্যবহার করুন।
শনির প্রতিকারের জন্য গৃহের বয়স্কদের সেবা করুন, খুশি রাখুন। দেবী দক্ষিণা কালীর এবং শনি মহারাজের পূজা করুন। নীল রঙের পোশাক বেশি ব্যবহার করুন। শনিবার নিজের বাড়ি পরিষ্কার করুন।
রাহুর প্রতিকারের জন্য প্রতি দিন দেবী দুর্গার পূজা এবং দুর্গানাম জপ করুন। দুঃস্থদের দান এবং সেবা করুন।
কেতুর প্রতিকারের জন্য শ্রী গণেশের পূজা করুন। জটাধারী সাধুদের সেবা করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy