মেষ – প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন। বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন। মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ করবেন। হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। দাম্পত্য কলহ বাধতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে। পড়াশোনার জন্য দিনটি ভাল হবে না। বাড়তি খরচ থেকে সাবধান থাকুন।