দোলযাত্রা বাঙালিদের একটি বিশেষ উৎসব।
দোলযাত্রা বাঙালিদের একটি বিশেষ উৎসব। এই উৎসব আমাদের জীবনে নিয়ে আসে প্রচুর আনন্দ। এই সময় মানুষ সব ভুলে গিয়ে একে অপরকে ভালবাসার রঙে রাঙিয়ে তোলেন। এই বিশেষ দিনে আমরা বাড়িতে নানা পুজোপার্বণ করে থাকি। মানুষের জীবনে ছোট হোক বা বড়, সমস্যা তো থাকেই। এই দিন বিশেষ কিছু টোটকার মাধ্যমে জীবনকে সমস্যা মুক্ত করুন এবং সৌভাগ্যে ভরিয়ে তুলুন।
টোটকা
• দোলযাত্রার দিন বাড়ির যে কোনও সদস্য শ্রীকৃষ্ণের এই দু’টি মন্ত্র অবশ্যই পাঠ করুন—
মন্ত্র
১) হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে ।।
২) কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
এই মন্ত্র ১০৮বার পাঠ করলে জীবন থেকে নানা সমস্যা দূরে সরে যাবে।
• এই দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর পুজো দিন। ঠাকুরের চরণে আবির দিতে ভুলবেন না।
• এই দিন ভগবানকে প্রসাদ হিসেবে সাদা মিষ্টি অর্পণ করুন।
• এই দিন রাধাকৃষ্ণের যুগলমূর্তি অবশ্যই পুজো করতে হবে।
• দোলযাত্রার দিন বাড়িতে কোনও আমিষ রান্না করা যাবে না।
• এই দিন বাড়িতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালুন।
• এই দিন বাড়িতে গরিবদের খালি হাতে ফেরাবেন না।
• এই দিন শিশুদের পছন্দমতো উপহার দিন।
• এই দিন কোনও তেতো খাবার খেতে নেই।
• গুরুপূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy