Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Birth Chart

দোলে কোন রাশির জন্য কোন রং শুভ

আগামী পূর্ণিমা তিথিতে আমরা মেতে উঠতে চলেছি এক গুরুত্বপূর্ণ উৎসব, বসন্ত উৎসবে।

দেখে নেওয়া যাক কোন রাশির জন্য কোন রং শুভ

দেখে নেওয়া যাক কোন রাশির জন্য কোন রং শুভ

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৭:৫৩
Share: Save:

আগামী পূর্ণিমা তিথিতে আমরা মেতে উঠতে চলেছি এক গুরুত্বপূর্ণ উৎসব, বসন্ত উৎসবে। দোল বা হোলি যে নামেই আমরা তা পালন করি না কেন আসলে তা রঙেরই উৎসব। একে অপরকে রং, আবীর মাখিয়ে পরস্পরের জীবন রঙিন হয়ে উঠুক এই শুভ কামনাই এই উৎসবের উদ্দেশ্য। এই উৎসবে যদি রাশি অনুযায়ী রং ব্যবহার করা যায়, তা হলে তা আরও শুভ ফলদায়ক হয়।

দেখে নেওয়া যাক কোন রাশির জন্য কোন রং শুভ—

মেষ: মেষ রাশির জাতকরা লাল এবং হলুদ রঙে ফাগুন উৎসবে মেতে উঠুন।

বৃষ: বৃষ রাশির জাতকরা গোলাপি, সবুজ এবং নীল রঙে রাঙিয়ে নিন, শুভ ফল পাবেন।

মিথুন: মিথুন রাশি সবুজ এবং নীল রং ব্যবহার করলে শুভ ফল পাবেন।

কর্কট: কর্কট রাশির জাতক জাতিকারা হলুদ এবং লাল রং ব্যবহার করুন। হলুদ এবং লাল রং আপনাদের জন্য শুভ।

সিংহ: সিংহ রাশির জাতক জাতিকারাও লাল এবং হলুদ রঙে রাঙিয়ে নিলে শুভ ফল পাবেন।

কন্যা: কন্যা রাশি সবুজ এবং গোলাপি রং ব্যবহার করলে শুভ ফল পাবেন।

তুলা: তুলা রাশির জাতক গোলাপি, সবুজ এবং নীল রঙে রাঙিয়ে নিলে শুভ ফল পাবেন।

বৃশ্চিক: লাল এবং হলুদ রং ব্যবহার করলে বৃশ্চিক রাশির জাতক শুভ ফল পাবেন।

ধনু: ধনু রাশির পক্ষেও লাল এবং হলুদ রং শুভ।

মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা মেতে উঠুন নীল, সবুজ এবং গোলাপি রঙে।

মীন রাশির জন্যও লাল এবং হলুদ রং শুভ।

দোল বা হোলির দিন সর্বপ্রথম শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে রাধা কৃষ্ণ এবং আপনার গৃহদেবতা ও প্রিয় দেবতাকে নিজেদের শুভ রং এবং মিষ্টান্ন নিবেদন করুন। এরপর গুরুজনদের চরণে শুভ রঙ নিবেদন করে মেতে উঠুন বসন্ত উৎসবে নিশ্চয়ই শুভ ফল লাভ করবেন।

অন্য বিষয়গুলি:

Birth Chart Holi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE