Advertisement
০৭ অক্টোবর ২০২৪

শক্ত বা নরম হাতের মানুষদের স্বভাবগত বৈশিষ্ট্য কেমন হয়

জীবনে চলার পথে এঁরা সাহসী, নানা ঝড়-ঝাপটা এঁরা অনায়াসে অতিক্রম করেন। কোনও সময় এঁরা পরের মতে চলতে চান না। এঁরা যে কাজ করবে মনে করেন, সেটা করে তবেই ছাড়েন। 

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০০:০৫
Share: Save:

শক্ত হাত

শক্ত হাত যাঁদের, তাঁদের প্রকৃতিতে দৃঢ়তা ও সময় সময় কঠোরতা থাকে। এঁদের প্রকৃতিতে সামান্য পরিমাণে ভাবুকতা থাকে। খুব বেশি ভাবনায় ডুবে থাকতে পছন্দ করেন না এঁরা। পরিশ্রমে এঁদের ক্লান্তি বা ভয় তেমন দেখা যায় না। এঁরা প্রচুর পরিশ্রম করতে পারেন।

সংসারকে খুব বেশি প্রাধান্য দেন, সংসারের জন্য সব কিছু ছাড়তে পারেন এঁরা। উদারতা এঁদের মধ্যে বেশ ভাল ভাবেই থাকে। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান এবং নিজের যতটা সম্ভব দিয়ে সাহায্য করার চেষ্টা করেন।

জীবনে চলার পথে এঁরা সাহসী, নানা ঝড়-ঝাপটা এঁরা অনায়াসে অতিক্রম করেন। কোনও সময় এঁরা পরের মতে চলতে চান না। এঁরা যে কাজ করবে মনে করেন, সেটা করে তবেই ছাড়েন।

আরও পড়ুন: তালুর রং দেখে মানুষ চিনুন

নরম হাত

যাঁদের হাত নরম, তাঁরা কোমল প্রকৃতির হন। বেশি নরম হলে অত্যন্ত ভাবুক ও চিন্তাপ্রবণ হন। প্রকৃতিতে ভাব প্রবণতা থাকায়, এঁরা প্রধানত কল্পনার জগতে বাস করেন। জীবনে এঁদের নানা ভাবে নানা দিক থেকে দুঃখ আসতে পারে।

এঁরা ভালবাসার প্রতিদান পান না। ভালবেসে প্রতিদান পান না, তবুও নানা ভাবে প্রেমে আকৃষ্ট হন। এঁরা ভালবেসে নিজেকে সুখী মনে করেন।

বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে এঁরা খুব ভাল ব্যবহার করে থাকেন। এঁদের মধ্যে আবেগ খুব বেশি। ভালবেসে সুখী হলে, এঁদের মতো সুখী কম দেখা যায়। যাঁদের হাত কোমল, তাঁদের অন্তরও কোমল হয়।

এঁরা সামাজিক হওয়ায় সবার সঙ্গে ভাল ভাবে মেশেন। এঁরা গান-বাজনা, জলপথে ভ্রমণ, ছবি আঁকা, কবিতা লেখা, সাহিত্য প্রভৃতি বিষয়ে জড়িত থাকেন। এঁদের মনে উদারতা কিন্তু কম। এঁদের সৌন্দর্য ও শিল্পবোধ তীব্র হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

plam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE