Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Auspicious Days in Agrahayana 2024

অগ্রহায়ণ মাসে কোনও বিশেষ পুজো রয়েছে কি? একাদশী কবে পড়েছে?

অগ্রহায়ণ মাসে কী কী ব্রত পালন রয়েছে? অমাবস্যা ও পূর্ণিমা কবে? জেনে নিন এই প্রতিবেদনে।

Date and timing of puja and fasting on Bengali month Agrahayana 2024

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১২:৫৪
Share: Save:

একাদশীর উপবাস:

১০ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, মঙ্গলবার।

একাদশী তিথি শুরু-

৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, সোমবার, মধ্যরাত ১টা ৩ মিনিট।

একাদশী তিথি শেষ-

১০ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৪৮ মিনিট।

অমাবস্যার নিশি পালন:

অমাবস্যা তিথি শুরু-

১৪ অগ্রহায়ণ, ৩০ নভেম্বর, শনিবার, সকাল ১০টা ৩১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ-

১৫ অগ্রহায়ণ, ১ ডিসেম্বর, রবিবার, সকাল ১১টা ৫১ মিনিট।

নবান্ন:

১৬ অগ্রহায়ণ, ২ ডিসেম্বর, সোমবার।

ষটপঞ্চমী ব্রত:

পঞ্চমী তিথি শুরু-

১৯ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ১২টা ৫১ মিনিট।

পঞ্চমী তিথি শেষ-

২০ অগ্রহায়ণ, ৬ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১২টা ৮ মিনিট।

ষটপঞ্চমী ব্রত। বিভা পঞ্চমী।

শ্রীমিত্র সপ্তমী ব্রত:

সপ্তমী তিথি শুরু-

২১ অগ্রহায়ণ, ৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১১টা ৮ মিনিট।

শ্রীমিত্র সপ্তমী ব্রত। শ্রী শ্রী সূর্য পূজা।

সপ্তমী তিথি শেষ-

২২ অগ্রহায়ণ, ৮ ডিসেম্বর, রবিবার, সকাল ৯টা ৪৫ মিনিট।

মোক্ষদা একাদশীর উপবাস:

একাদশী তিথি শুরু-

২৪ অগ্রহায়ণ, ১০ ডিসেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৪৪ মিনিট।

একাদশী তিথি শেষ-

২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, বুধবার, রাত ১টা ১০ মিনিট।

মোক্ষদা একাদশীর উপবাস। মৌনী একাদশী ( জৈন )।

পাষান চতুর্দশী ব্রত:

চতুর্দশী তিথি শুরু-

২৭ অগ্রহায়ণ, ১৩ ডিসেম্বর, শুক্রবার, রাত ৭টা ৪২ মিনিট।

প্রদোষে পাষাণ চতুর্দশী ব্রত

চতুর্দশী তিথি শেষ-

২৮ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৪টে ৫৯ মিনিট।

পূর্ণিমা:

পূর্ণিমা তিথি শুরু-

২৮ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৫টা।

পূর্ণিমার নিশি পালন।

পূর্ণিমা তিথি শেষ-

২৯ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর, রবিবার, সকাল ২টো ৩২ মিনিট।

শ্রীশ্রী ইতু পূজা সমাপন (বিসর্জন):

২৯ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর, রবিবার।

শ্রী শ্র সত্যনারায়ণ ব্রত, পূর্ণিমার ব্রতোপবাস।

অন্য বিষয়গুলি:

Astrology puja bengali month
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy