Advertisement
১১ অক্টোবর ২০২৪

জীবনে শুক্রের প্রভাব

জ্যোতিষে শুক্র গ্রহটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, সৌন্দর্য, আকর্ষণ, অর্থ, বিদ্যা- রসায়ন বিদ্যা, চিকিৎসা।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

জ্যোতিষে শুক্র গ্রহটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, সৌন্দর্য, আকর্ষণ, অর্থ, বিদ্যা- রসায়ন বিদ্যা, চিকিৎসা। এছাড়া রূপ ও নিজেকে আকর্ষণীয় করে তোলা, সঙ্গীত বা যে কোনও শিল্প ও শিল্পীসত্তা, শারীরিক ক্ষেত্রে কিডনি, মূত্র সম্পর্কিত সমস্যা, গলা এবং সাধারণ শারীরিক সমস্যা নির্দেশ করে শুক্র।

এছাড়া শুক্র বিবাহ নামক একটি গুরুত্বপূর্ণ ভাবকে প্রভাবিত করে। বিবাহের সঙ্গে একটি শুভ শুক্রের যোগাযোগ বিবাহিত জীবনকে সুখী ও সার্থক করে। কিন্তু শুক্র কি সত্যি সত্যি বিবাহিত জীবনে শুভভাব দেয়?

এখন দেখে নেওয়া যাক শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান ও ফলদানঃ—

লগ্নে শুক্রঃ কামনা বাসনা মূলক কাজ কর্মে জোর দেয়। মহিলাদের মধ্যে জনপ্রিয়।

দ্বিতীয়ে শুক্রঃ শারীরিক সম্পর্কের জন্য জাতক-জাতিকা আগ্রহী থাকে। বিবহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।

তৃতীয়ে শুক্রঃ জক স্ত্রী বা নারীর প্রতি অনুগত। বাজে যোগে লাম্পট্য বা একসঙ্গে থাকার যোগ।

চতুর্থে শক্রঃ চতুর্থে শুক্রের অবস্থান জাতক-জাতিকাকে অত্যন্ত কামপ্রবন করে তোলে।

পঞ্চমে শুক্রঃ চারিত্রিক দোষযুক্ত ও যৌন সংক্রান্ত রোগভোগ।

ষষ্ঠে শুক্রঃ শুভ বিবাহিত জীবন, কিন্তু জাতক একাধিক নারীসঙ্গে লিপ্ত।

সপ্তমে শুক্রঃ জাতক-জাতিকার গোপন যৌন সম্পর্ক থাকার পাশাপাশি যৌন রোগে আক্রান্ত।

অষ্টমে শুক্রঃ জাতক-জাতিকার বিবাহে ভাগ্য বৃদ্ধি।

নবমে শুক্রঃ অত্যন্ত যৌন আসক্তি।

দশমে শুক্রঃ একাধিক বিবাহ ও নারীসঙ্গ।

একাদশে শুক্রঃ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভ এবং পারিবারিক জীবনে সুখলাভ।

দ্বাদশে শুক্রঃ জাতক-জাতিকা অত্যধিক কামুক প্রকৃতির। কিন্তু সাংস্কৃতিক মনোভাবাপন্ন।

অন্য বিষয়গুলি:

Effects of Venus Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE