Advertisement
০৮ অক্টোবর ২০২৪

এক ঘরে একাধিক গ্রহ থাকলে কী ফল দেয়

লগ্ন স্থান থেকে দ্বাদশ স্থান পর্যন্ত একটি ভাবে একটি গ্রহ না থেকে কখনও কখনও দুই, তিন, চার বা তারও বেশি গ্রহ অবস্থান করে। তার ফলও স্বতন্ত্র হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

লগ্ন স্থান থেকে দ্বাদশ স্থান পর্যন্ত একটি ভাবে একটি গ্রহ না থেকে কখনও কখনও দুই, তিন, চার বা তারও বেশি গ্রহ অবস্থান করে। তার ফলও স্বতন্ত্র হয়। এখন দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ গ্রহের যোগজ ফল কেমন হয়:

১। রবি-চন্দ্র এক রাশিতে থাকলে জাতক সুখী হয়। রবি-মঙ্গলের যোগে জাত ব্যক্তি সুপণ্ডিত, জ্ঞানবান ও ধনবান হয়।

২। রবি-বুধ (এক কথায় বুধাদিত্য যোগ বলে) এক রাশিতে থাকলে জাত ব্যক্তি সকলের পূজ্য, দাতা ও বিদ্বান হয়। রবি এবং বুধ, মেষ, সিংহ, কন্যা ও মিথুন রাশিতে বিশেষ শুভ। রবি, বৃহস্পতি এক রাশিতে থাকলে জাতক কর্মদক্ষ, ধনযুক্ত, সুবক্তা, রাজা ও মানুষের চিত্তহারী হয়।

৩। রবি-শুক্র এক রাশিস্থ হলে জাতব্যক্তি কুরূপ, কুৎসিত বেশধারী, কুৎসিত রমনীর পতি, কুবুদ্ধিযুক্ত হয়। তার চোখের রোগের আশঙ্কা থাকে। রবি-শনি এক রাশিস্থ হলে জাতক চৌর্যপরায়ণ, বিত্তশালী, জননিন্দুক, ক্রোধী, দুঃখী ও রোগী হয়।

আরও পড়ুন: কৃতিকা নক্ষত্রের জাতক-জাতিকারা কেমন হয়

৪। চন্দ্র-মঙ্গল এক স্থানে থাকলে জাতক সর্ব গুণসম্পন্ন, দাতা, সুখী, কীর্তিবান, শৌর্যশালী ও পণ্ডিত হয়।

৫। বুধ-মঙ্গল এক রাশিস্থ হলে জাতক রূপবান, নির্ধন, কুৎসিত কার্যকরী, পাপাত্মা, পরনিন্দায় তৎপর হয়।

৬। বৃহস্পতি-চন্দ্র এক স্থানে থাকলে জাতক সুন্দর, সাধু, পণ্ডিত ও সুখী হয়।

৭। শুক্র, চন্দ্র এক রাশিস্থ হলে জাতক শুদ্ধাচারী, শৌর্যশালী, সকল বিদ্যায় পারদর্শী ও স্বর্ণাভরণযুক্ত হয়।

৮। শনি-চন্দ্র এক স্থানে থাকলে জাতক ধনবান, পণ্ডিত, ক্রূর, হিংসুটে ও পরনিন্দক হয়। এরা মানসিক শান্তি পায় না।

৯। শুক্র-মঙ্গল এক স্থানে থাকলে জাতক দয়াবান, রূপবান, কামুক, রমনীমোহন, সর্বরত্নযুক্ত ও পূণ্যবান হয়।

১০। মঙ্গল-বৃহস্পতি একরাশিস্থ হলে জাতক রাজা বা রাজমন্ত্রী অথবা ধনী ও রাজপূজ্য হয়।

১১। শনি-মঙ্গল একরাশিস্থ হলে জাতক সুতীর্থবাসী, দেবতা ও ব্রাহ্মণ দ্বারা পূজ্য হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE