Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Astrological Tips

মঙ্গলের বছর মানেই হনুমানজির বছর, তাঁর আশীর্বাদ লাভ করতে প্রতি মঙ্গলবার একটি কাজ করুন

বছরটিকে ভাল ভাবে কাটানোর জন্য আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করবে। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য একটু সহজ টোটকা মেনে চলুন।

Do these simple customs to get blessing of lord hanuman in the year 2025

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৬:৪৮
Share: Save:

২০২৫ হল মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানেই হনুমানজির বছর। আমরা সকলেই চাই নতুন বছর আমাদের ভাল কাটুক। কিন্তু শুধু চাইলেই হবে না, বছরটিকে ভাল ভাবে কাটানোর জন্য আমাদের কিছু জিনিস মেনেও চলতে হবে। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করবে। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য একটু সহজ টোটকা মেনে চলুন। তা হলেই হনুমানজির আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে।

দেখে নেব টোটকা:

এই বছরের যে কোনও মঙ্গলবার থেকে কাজটি শুরু করতে পারেন। একটা মাটির ছোট ঘটি নিন। সেটির মধ্যে মধু ঢালুন। ঘটির মুখ অবধি মধু দিয়ে ভর্তি করতে হবে। এ বার একটা লাল কাপড় দিয়ে ঘটিটার মুখ বন্ধ করে দিন। তার পর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে দিন এবং চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালুন। প্রদীপটা মাটির হতে হবে। এরই সঙ্গে হনুমান চালিশাও পাঠ করুন। মাটির ঘটিটা হনুমান মন্দিরেই রেখে আসুন। এই কাজটি পর পর ২১টা মঙ্গলবার করুন। যেই মঙ্গলবার থেকে কাজটি শুরু করবেন তার পর নিয়ম করে ২১টা মঙ্গলবার এই কাজটি করতে হবে। এক দিনও বাদ গেলে ফল পাবেন না।

এই কাজের ফলাফল:

১) এই কাজ করলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে।

২) চাকরি ও ব্যবসা নিয়ে সমস্যা থাকলে কেটে যাবে।

৩) যদি বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা থাকে, সেটাও পূরণ হতে পারে।

৪) পারিবারিক শান্তি বজায় থাকবে।

৫) দীর্ঘ দিন ধরে চলে আসা ঋণের দায় থেকে মুক্তি পাবেন।

অন্য বিষয়গুলি:

Hanuman Chalisa Astrology Lord Hanuman Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy