Advertisement
০৯ অক্টোবর ২০২৪

২০১৯ সালে তুলা রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। নতুন বছরের শুরুতে রাশি অধিপতির নিজের ঘরেই অবস্থান থাকবে। দ্বিতীয়ে বৃহস্পতি এবং তৃতীয় স্থানে শনি ও রবি থাকবে। তুলা রাশির এ বছর অশুভ সংকেতের থেকে শুভ সংকেত বেশি থাকবে। দ্বিতীয়ে বৃহস্পতি থাকায় ধনভাব খুব ভাল থাকবে বলা চলে। রাশি অধিপতি স্বস্থানে অবস্থানের দরুন শরীর ও মন চাঙ্গা থাকবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। নতুন বছরের শুরুতে রাশি অধিপতির নিজের ঘরেই অবস্থান থাকবে। দ্বিতীয়ে বৃহস্পতি এবং তৃতীয় স্থানে শনি ও রবি থাকবে। তুলা রাশির এ বছর অশুভ সংকেতের থেকে শুভ সংকেত বেশি থাকবে। দ্বিতীয়ে বৃহস্পতি থাকায় ধনভাব খুব ভাল থাকবে বলা চলে। রাশি অধিপতি স্বস্থানে অবস্থানের দরুন শরীর ও মন চাঙ্গা থাকবে।

তুলা রাশি কী কী করবেন

নিজের চেষ্টায় দীর্ঘস্থায়ী কোনও হারানো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা এ বছর মিটে যেতে পারে।

বিদ্যার্থীরা এ বছর কোনও সম্মাননীয় পুরস্কার পেতে পারেন।

কর্মে নতুন যোগ আসতে চলেছে। যোগাযোগ ও সেলস সংক্রান্ত ব্যবসায় চমকপদ পরিবর্তন আসতে পারে।

যারা বিদেশ যাত্রা করতে ইচ্ছুক তাদের জন্য বছরটি শুভ।

আরও পড়ুন: ২০১৯ সালে দাম্পত্য জীবন কেমন যাবে

ব্যবসায় প্রচুর মূলধন বৃদ্ধি পাবে। তা ছাড়া ব্যবসায় লেনদেন, মানুষদের সঙ্গে লেনদেনের সম্পর্ক সব কিছুই বেড়ে যাবে।

অংশীদারী ব্যবসায়ীদের এপ্রিল মাসের পর থেকে সমস্ত ব্যবসায় উন্নতি হতে চলেছে।

হতেকলমে কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরও সময়টা ভাল যাবে। কম পরিশ্রমে বেশি উপার্জন হবে।

প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের সামনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে।

সঞ্চয়ের ব্যাপারে আগ্রহীদের ক্ষেত্রে বছরটি খুব শুভ।

বিবাহযোগ্যদের বিবাহ এবং প্রেমী যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পেতে পারে।

বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি কেনার ইচ্ছা রাখতে পারেন।

তুলা রাশি কী কী করবেন না

এ বছর যারা ঋণ নিয়ে ব্যবসা করবেন ভাবছেন, তাদের একটু হতাশ হওয়ার সম্ভাবনা, কারণ এ বছর ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে।

ঘুরে ঘুরে ব্যবসার ক্ষেত্রেও বছরটা খুব একটা ভাল নয়।

ভাই-বোনদের সঙ্গে অহেতুক তর্ক-বিতর্কে যাবেন না, মনোমালিন্য হতে পারে। এমনকি সেই ঝামেলা আপনাকে সংসার থেকে পৃথক করে দিতে পারে।

বড় কোনও রোগের সম্ভাবনা নেই, তবে ছোটখাটো কোনও রোগ দেখা দিলে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে।

পিতা মাতার স্বাস্থ্য একটু খারাপ হতে পারে।

বছরের প্রথম দিকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে।

বিঃ দ্রঃ- পুলিশি ঝামেলা থেকে দূরে থাকতে হবে। অযাচিত ভাবে ফেঁসে যেতে পারেন। বন্ধুরূপী শত্রু থেকে সাবধান।

অন্য বিষয়গুলি:

Libra Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE