Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৪
Dining Table Vastu

ঘরের কোথায় খাবার টেবল রাখলে বাস্তুর উন্নতি হবে?

ঘরের কোন জায়গায় খাবার টেবল রাখা উচিত এবং সেই টেবল সংক্রান্ত কিছু টোটকা জেনে নিন।

Dining table tips as per vastu guidelines

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫২
Share: Save:

বাস্তুবিদদের মতে বাড়ির বাস্তু ঠিক না থাকলে বা দোষ থাকলে সংসারে উন্নতি হয় না। তাই ঘরের সব আসবাবপত্র সঠিক স্থানে রাখার পরামর্শ দেন বাস্তুবিদেরা। বিশেষ করে বাড়ির সকল সদস্য যেখানে একত্রিত হয়, যেমন খাবার খাওয়ার সময়। সেই স্থানটা বাস্তুদোষ মুক্ত রাখা অবশ্যই প্রয়োজন। বর্তমান সময়ে বেশির ভাগ মানুষই টেবলে বসে খাবার খান। মাটিতে বসে খাবার রেওয়াজ প্রায় উঠেই গেছে। সেই ক্ষেত্রে ঘরের কোন জায়গায় খাবার টেবল রাখা উচিত এবং সেই টেবল সংক্রান্ত কিছু টোটকা জেনে নিন।

টোটকা:

১) খাবার টেবল সব সময় ঘরের পশ্চিম দিকে রাখা উচিত। এ ছাড়া দক্ষিণ এবং পূর্ব দিকেও রাখা যেতে পারে।

২) খাবার টেবলের আশেপাশে যেন কোনও আবর্জনা না থাকে সেই দিকে নজর রাখুন।

৩) ঘরে সব সময় উজ্জ্বল রঙের খাবার টেবল রাখবেন অর্থাৎ মন উৎফুল্ল করা রং বেছে নিতে হবে।

৪) কাঠের তৈরি খাবার টেবল রাখতে পারলে ভাল হয়।

৫) খাবার টেবল যেই ঘরে রাখবেন, সেই ঘরের আলো যেন উজ্জ্বল হয়। ঘরটি যেন অন্ধকার না হয়।

৬) খাবার টেবলের সামনে আয়না রাখা শুভ বলে মনে করা হয়।

৭) খেয়াল রাখতে হবে, যেখানে খাবার টেবল রাখা হয়েছে, সেই স্থানের কাছাকাছি যেন শৌচালয় না থাকে।

৮) খাবার টেবলে ভুল করেও কখনও ওষুধ রাখা যাবে না। এতে অসুস্থতা বৃদ্ধি পায়।

৯) ঝুড়ি ভর্তি করে ফল খাবার টেবলে রাখলে বাড়িতে সমৃদ্ধি আসে।

১০) চেষ্টা করবেন, খাবার টেবলে কিছু না কিছু খাবার সব সময় রাখতে। টেবল যেন খালি না থাকে সেই দিকে নজর রাখবেন।

১১) বাড়িতে আয়তাকার খাবার টেবল রাখাই বেশি প্রযোজ্য, গোল টেবল না রাখাই ভাল।

১২) খাবার খাওয়ার পর টেবল সব সময় পরিষ্কার করে ফেলবেন। খাবার টেবলে বেশি ক্ষণ এঁটো বাসন ফেলে রাখা উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Tips Vastu Shastra Astrology Vastu Remedies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE