Advertisement
E-Paper

শরীরের কোথায় তিল বা আঁচিল থাকা শুভ? কোথায় থাকা অশুভ?

তিল বা আঁচিল শরীরের নানা স্থানে অবস্থানের উপর ভিত্তি করে আমাদের নানা চারিত্রিক বৈশিষ্ট্য বা ভাগ্যের সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায়। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেগুলি কী।

Moles on different part of body and their meaning according to astrology

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৫
Share
Save

শরীরের বিভিন্ন স্থানে অথবা হাতের বিভিন্ন ক্ষেত্রে তিল এবং আঁচিলের অবস্থান আমাদের জীবনের নানা বিষয়ের উপর শুভ ও অশুভ ইঙ্গিত দেয়। তিল এবং আঁচিল কালো, গোলাপি বা লাল রঙের, ছোট বা বড় বিভিন্ন আকারের হয়ে থাকে।

• পুরুষদের ক্ষেত্রে তালুর বৃহস্পতির স্থানে, অর্থাৎ তর্জনীর মধ্যে বা চূড়ায় তিল থাকা আত্মসম্মান জ্ঞান সম্পন্ন, খ্যাতিবান এবং ধনী হওয়ার বৈশিষ্ট্য নির্দেশ করে। তবে, মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি এবং অশুভ লক্ষণ বোঝায়।

• তালুর শনির ক্ষেত্রে, মধ্যমার মধ্যে বা চূড়ায় তিল থাকলে আগুন, বিদ্যুৎ এবং সাপে কামড়ানোর মতো বিপদের আশঙ্কা থাকা বোঝায়।

• রবির ক্ষেত্রে, অর্থাৎ অনামিকার মধ্যে বা চূড়ায় তিল থাকলে সম্পদশালী, খ্যাতিমান এবং সুখি হওয়ার সম্ভাবনা বোঝায়। অনামিকার নীচে জীবনরেখার উপর তিল চোখের সমস্যা বা চোখের পীড়া নির্দেশ করে থাকে, বিশেষত ডান চোখের।

• বুধের ক্ষেত্রে, অর্থাৎ কনিষ্ঠায় তিল বা আঁচিল থাকা বাগ্মিতা নির্দেশ করে। তবে সেটি শুভ অবস্থানে থাকলেই প্রযোজ্য, অন্যথায় প্রযোজ্য নয়।

• পুরুষের ক্ষেত্রে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল বা আঁচিল থাকা শুভ নয়। এটি অন্যের বশ্যতায় জীবনযাপন নির্দেশ করে।

• মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল থাকা শুভ, এটি শিল্পীসত্ত্বা নির্দেশ করে। শিল্পকর্মে সুনাম ও যশ বৃদ্ধিও নির্দেশ করে।

• বাঁ হাতের তালুর পিছনে তিল বা আঁচিল দেরি করে খ্যাতি পাওয়া নির্দেশ করে। এই তিল যাঁদের থাকে তাঁরা সাধারণত জীবনের মধ্যভাগের পর সুখ পান।

• মহিলাদের বাঁ হাতের তালুর মধ্যভাগে তিল বা আঁচিল থাকা শুভ ভাগ্য নির্দেশ করে। বিশেষত ২৫ বছর বয়সের পর।

• মহিলাদের বাঁ হাতের তালুর পিছনে তিল বা আঁচিল শিল্প ক্ষেত্রে সফলতা নির্দেশ করে।

• মহিলাদের কপালে আঁচিল থাকলে তাঁরা সৌভাগ্যবতী হন।

• মহিলাদের হৃদয়ে তিল থাকলেও তাঁরা সৌভাগ্যবতী হন।

• মহিলাদের কপালের বাঁ প্রান্তে তিল থাকলে তাঁরা সারা জীবন সুখী থাকেন।

• মহিলাদের দক্ষিণ স্তনে তিল থাকলেও তাঁরা জীবনে খুব সুখ পান।

• মহিলাদের নাকের অগ্রভাগে তিল থাকলে তাঁরা ভাগ্যবতী হন।

• মহিলাদের নাভির নিম্নতলে তিল থাকা শুভ।

• মহিলাদের বাঁ বগলে তিল থাকা মানে তিনি সুলক্ষণা।

Moles Astrology Astrological Prediction

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}