Advertisement
১১ অক্টোবর ২০২৪

কালসর্প যোগ কখন সবল কখন দুর্বল

যখন কালসর্প যোগে রাহু, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে চন্ডাল যোগ তৈরি করে। চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনও গ্রহ না থেকে কেমদ্রুম যোগ তৈরি করে।

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০২:০২
Share: Save:

কখন কালসর্প যোগ সবল হয়ঃ-

১। যখন কালসর্প যোগে রাহু, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে চন্ডাল যোগ তৈরি করে।
২। যখন রাহুর সাথে রবি অথবা চন্দ্র যুক্ত হয়ে গ্রহণ যোগ তৈরি করে।
৩। যখন চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনও গ্রহ না থেকে কেমদ্রুম যোগ তৈরি করে।
৪। যখন রাহুর সাথে ভোগকারক গ্রহ শুক্র যুক্ত হয়ে খন্ডযোগ তৈরি করে।
৫। যখন মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করে।
৬। যখন রাহু বুধের সাথে যুক্ত হয়ে জড়ত্ব যোগ তৈরি করে।
৭। যখন রাহু শনির সাথে যুক্ত হয়ে নন্দাযোগ তৈরি করে।

কখন কালসর্প যোগ দুর্বল হয়ঃ-


১। যখন লগ্ন বা কেন্দ্রে (চতুর্থ, সপ্তম, দশম) বৃহস্পতি থাকে।
২। যখন বুধাদিত্য যোগ হয়।
৩। যখন দশমে মঙ্গল থাকে।
৪। যখন মালব্য যোগ অর্থাৎ কেন্দ্রে বা স্বগৃহে বা তুঙ্গী শুক্র থাকে।
৫। যখন কেন্দ্রস্থ স্বগৃহী মঙ্গল রুচকযোগ তৈরি করে।
৬। যখন শনি তুঙ্গ হয়ে তুলায় অবস্থান করে এবং লগ্ন বা কেন্দ্রে অবস্থান করে শশক যোগ তৈরি করে।
৭। যখন পঞ্চম মহাযোগের কোনও একটি যোগ তৈরি হয়।

অন্য বিষয়গুলি:

Astrology Kaal sarpyog
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE