Advertisement
০৭ নভেম্বর ২০২৪

নীলা যখন তখন ধারণ করলে বিপদ ঘটতে পারে, জানেন?

নীলা যখন তখন বা যে কোনও সময়ে ধারণ করা যায় না। এতে ফল শুভ হওয়ার পরিবর্তে অশুভ বেশি হয়। সঠিক জ্যোতিষ বিচার করে তবেই নীলা ধারণ করতে হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

শনি খুবই শক্তিশালী গ্রহ। শনি যেমন খারাপ করে, তেমনই ভালও করে, এই কথাটাও অস্বীকার করা যাবে না। শনি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে বা বক্রী শনির দৃষ্টি থেকে মুক্তি পেতে আমরা নীলা ধারণ করে থাকি। নীলা ধারণ করলে শনিদেবের প্রকোপ থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমন নীলা হঠকারী ভাবে ধারণ না করার সাবধানবাণীও জ্যোতিষ শাস্ত্রে দেওয়া হয়।

নীলা যখন তখন বা যে কোনও সময়ে ধারণ করা যায় না। এতে ফল শুভ হওয়ার পরিবর্তে অশুভ বেশি হয়। সঠিক জ্যোতিষ বিচার করে তবেই নীলা ধারণ করতে হয়। নীলা ধারণের কিছু সময় সীমা আছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে। তা মেনে নীলা ধারণ করাই উচিত।

• শুক্লপক্ষের শনিবার নীলা ধারণ করলে ফল ভাল পাওয়া যায়।

• যে কোনও শনিবার নীলা ধারণ করতে হয়। এতে শুভ ফল পাওয়া যায়।

আরও পড়ুন: বাংলা নতুন বছরে সিংহ রাশির জাতকের জীবনে কী কী ঘটতে পারে

• ভোরবেলা অর্থাৎ ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে নীলা ধারণ করলে খুব ভাল ফল পাওয়া যাবে।

• নীলার সঙ্গে সোনা ব্যবহার করা যায় না, রুপো ব্যবহার করলে বেশি কার্যকর হয়।

• নীলা ধারণ করার পর ১০৮ বার শনিদেবের মন্ত্র জপ করতে হবে।

• যে দিন নীলা ধারণ করা হয়, সে দিন কোনও গরিবকে নীল বা কালো বস্ত্র, সর্ষের তেল বা টাকা দান করলে ফল দ্রুত মিলবে।

অন্য বিষয়গুলি:

Sapphire Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE