প্রতীকী চিত্র
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত, ঠিক তেমনই জনপ্রিয় তার বিসর্জনের শোভাযাত্রা। এই পুজোর জন্য মানুষ যে রকম অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, ঠিক সে ভাবেই অপেক্ষা করেন জমকালো শোভাযাত্রা দেখার জন্য।
শুধুমাত্র এই শোভাযাত্রা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করেন চন্দননগরে। কিন্তু সকলের পক্ষে বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না।
সেই কারণেই এই প্রথম চন্দননগরের কেন্দ্রীয় কমিটি বিসর্জন শোভাযাত্রার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। এই সম্প্রচার সমগ্র বিশ্ব দেখতে পাবে কমিটির ফেসবুক পেজ থেকে।
২০২৪-এ দশমী পড়েছে ১১ নভেম্বর। প্রতিমার শোভাযাত্রা শুরু হবে ওই দিন সন্ধে থেকে। চলবে ১২ নভেম্বর ভোর পর্যন্ত। এই শোভাযাত্রায় প্রত্যেকটি প্যান্ডেলের মূর্তি এমন ভাবে থাকে, দেখে মনে হয় যেন কার্নিভাল চলছে। রাস্তার দুই ধারে অগুনতি মানুষের সমাবেশ প্রমাণ করে দেয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর কোনও অংশেই কলকাতার দুর্গাপুজোর চেয়ে কম নয়।
শোভাযাত্রার সরাসরি সম্প্রচার দেখুন এখানে https://www.facebook.com/ChandannagarCentral1956
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy