Advertisement
০৪ নভেম্বর ২০২৪

উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিতে মেয়ের রাশি অনুসারে পোষাকের রঙ জেনে নিন

পাত্রপক্ষের সামনে মেয়েকে হাজির করার সময় রাশি অনুসারে কী রঙের পোশাক পরাবেন তা জেনে নিন

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১০:০০
Share: Save:

সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও কি বিবাহ হচ্ছে না আপনার মেয়ের? কিংবা বিবাহে বিলম্ব হচ্ছে? চিন্তা করবেন না। পাত্রপক্ষের সামনে মেয়েকে হাজির করার সময় রাশি অনুসারে কী রঙের পোশাক পরাবেন তা জেনে নিন—

মেষ: হলুদ, মেরুন অথবা নীল রঙের শাড়ি পরান। সম্বন্ধ দেখানোর সময় সন্তানকে বসাবেন উত্তর-পূর্ব দিকে। অবশ্যই কাঠের চেয়ার টেবিলে বসাবেন।

বৃষ: শাড়ির রঙ হবে গাঢ় নীল এবং মেরুন রঙের পাড় হবে। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে কাঠের চেয়ার টেবিলে বসালে উদ্দেশ্য কার্যকর হবে।

মিথুন: আর্দ্রা, পুনর্বসু কিংবা মৃগশিরা নক্ষত্র হলে হলুদ রঙের শাড়ি এবং মেরুন রঙের পাড় হবে। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে।

কর্কট: সন্তানকে মেরুন রঙের শাড়ি ব্যবহার করাতে হবে। দক্ষিণ দিকে মুখ করে সম্মন্ধ দেখাতে পারেন কাঠের চেয়ারে বসে।

সিংহ: সাদা অথবা মেরুন রঙের শাড়ি বা চুড়িদার পরাতে পারেন। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে এবং হাতে একটি হলুদ রঙের রুমাল নিয়ে।

কন্যা: সাদা এবং সবুজ কম্বিনেশনে শাড়ি পরিয়ে উত্তর দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে।

তুলা: সাদা এবং দুধ-আলতা রঙের কম্বিনেশনের শাড়ি পড়িয়ে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে পারেন।

বৃশ্চিক: মেরুন রঙের শাড়ি এবং তার সঙ্গে হলুদ রঙের পাড় ব্যবহার করতে পারেন। মেরুন রঙের চুড়িদার এবং হলুদ রঙের ওড়না পরাতে পারেন। দক্ষিণ দিক করে বসতে হবে।

ধনু: স্টিল রঙের পাড় যুক্ত স্টিল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন সন্তানকে। উত্তর-পূর্ব কোণে মুখ রেখে কাঠের চেয়ারে বসান।

মকর: স্টিল রঙের পাড় এবং সাদা রঙের শাড়ি পরিধান করাতে পারেন সন্তানকে। অথবা মেরুন রঙও ব্যবহার করা যায়। উত্তর দিকে মুখ করে সন্তানকে বসান।

কুম্ভ: সাদা শাড়ি আকাশী পাড় অথবা গাঢ় নীল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন পূর্ব দিকে মুখ করে।

মীন: হলুদ রঙের পোশাক পরিধান করাতে পারেন। মেরুন রঙের পাড়। উত্তর দিকে সন্তানকে বসাবেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE