Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Dark Circle

পুজোর বাকি মাসখানেক! পার্লারে না গিয়ে চোখের কালি দূর করুন ঘরোয়া টোটকায়

শুধু তো বাহারি পোশাক পরলেই চলবে না, চোখের তলার কালিও দূর করতে হবে। প্রসাধনীর ব্যবহার কিংবা পার্লারে না গিয়েও সেটা সম্ভব। কী ভাবে?

চোখের নীচের দাগছোপ মুছে যাক।

চোখের নীচের দাগছোপ মুছে যাক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৩
Share: Save:

সিনেমা দেখা, অফিসের চাপ কিংবা অনিদ্রা— রাত জাগার কারণ যা-ই হোক চোখের নীচে কালো দাগছোপ পড়ে যায়। রাত জাগার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শরীরে। তবে বাদ যায় না ত্বকও। চোখের নীচের পুরু কালির দাগের নেপথ্যে রাত্রি জাগরণ অন্যতম কারণ। পুজো আর হাতেগোনা কয়েক দিন পরে। শুধু তো বাহারি পোশাক পরলেই চলবে না, চোখের তলার কালিও দূর করতে হবে। প্রসাধনীর ব্যবহার কিংবা পার্লারে না গিয়েও সেটা সম্ভব। কী ভাবে?

অ্যালো ভেরা

চোখের নীচের কালি দূর করতে অ্যালো ভেরা কার্যকরী। কারণ অ্যালো ভেরায় থাকা ময়েশ্চারাইজ়িং উপাদান পুরু দাগছোপও দূর করে। এমনিতে ত্বকের যত্নআত্তিতে অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। এই ধরনের সমস্যাতেও ভরসা রাখতে পারেন অ্যালো ভেরার উপর।

শসা

‘ডার্ক সার্কেল’ তাড়াতে শসা বেশ কার্যকরী। শসায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান, যার গুণে চোখের নীচের কালো দাগছোপ ফিকে হয়ে যায়। তা ছাড়া রূপচর্চায় শসার ব্যবহারও জরুরি।

হলুদ

শুধু রান্নায় নয়, চোখের কালি মুছতেও হলুদ ব্যবহার করতে পারেন। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা চোখের নীচের ফোলাভাব এবং কালো দাগ সরিয়ে ফেলতে সাহায্য করে।

গোলাপজল

রাত্রিকালীন রূপচর্চায় গোলাপজল ব্যবহার করেন? চোখের নীচের দাগছোপ অংশে তুলো দিয়ে গোলাপজল লাগিয়ে নিন। রাতভর সে ভাবেই থাক। সকালে উঠে মুখ ধুয়ে নেবেন। গোলাপজল ত্বক ভিতর থেকে মসৃণ করে তোলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eye remedies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE