Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Covid

Covid Vaccine: টিকাকরণ কি ব্যর্থ, আনন্দবাজার অনলাইনে জবাব দিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী

দু-দুটি টিকা নেওয়ার পরেও কী করে কোভিডের এই প্রবল প্রতাপ সম্ভব তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অন্ত নেই জনমানসে।

দুটি টিকা পেয়েছেন এমন ব্যক্তিও ভাইরাস আক্রান্ত হচ্ছেন বলে খবর।

দুটি টিকা পেয়েছেন এমন ব্যক্তিও ভাইরাস আক্রান্ত হচ্ছেন বলে খবর। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১২:২৩
Share: Save:

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়েই লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দু-দুটি টিকা নেওয়ার পরেও কী করে কোভিডের এই প্রবল প্রতাপ সম্ভব তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অন্ত নেই জনমানসে। এই দুঃসময়ে মানুষের কোভিড সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউব লাইভের ‘ভরসা থাকুক’ অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন প্রখ্যাত চিকিৎসক অভিজিৎ চৌধুরী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

প্রাথমিক ভাবে গোটা বিশ্বেই গবেষকরা মনে করেছিলেন জোড়া টিকাতেই ধরাশায়ী হবে কোভিড। কিন্তু বাস্তবে দুটি টিকা পেয়েছেন এমন ব্যক্তিও ভাইরাস আক্রান্ত হচ্ছেন বলে খবর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগছে, তবে কি কোনও ফলই মিলল না টিকাকরণে?

এই প্রশ্নের উত্তরে ‘ভরসা রাখুন’ অনুষ্ঠানে চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানালেন, টিকা কাজ করছে না এ রকম ভাবনা ঠিক নয়। বরং তাঁর মতে ‘‘এটি কার্যত বিজ্ঞানের উপর চরম অনাস্থা প্রদর্শন।’’ টিকা নেওয়ার পরেও একাধিক বার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে তাঁর মত, ‘‘এই যে আমরা ভাবছি ওমিক্রন আমাদের কম কামড়াচ্ছে, এমনও হতে পারে যে টিকাকরণই করোনার খেলাকে অনেক বেশি হাল্কা করে দিয়েছে।’’

উপর্যুপরি অভিজিৎবাবুর সতর্কবার্তা, ‘‘ব্যতিক্রম থাকলেও এখনও পর্যন্ত দেখে সাধারণ ভাবে মনে হচ্ছে, যাঁদের দুটি টিকাই নেওয়া হয়েছে তাঁদের ক্ষেত্রে করোনা ততটাও খারাপ ভাবে হচ্ছে না। বরং যাঁরা টিকা নেননি তাঁদের নিয়েই এখন মূল চিন্তা।’’

তবে টিকা নেওয়া সত্ত্বেও যে দুঃখ জনক ঘটনা ঘটছে, তা-ও মনে করিয়ে দিয়ে তাঁর সাফ কথা ‘‘এখন আমাদের ব্রত হওয়া উচিত দুটি টিকাই সম্পূর্ণ করা এবং সরকার ১০ তারিখ থেকে যে বুস্টার টিকা দিচ্ছে তা গ্রহণ করা।’’

অন্য বিষয়গুলি:

Covid Covid 19 Omicron Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy