Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Food for Good Sleep

এসি ঘরে গায়ে চাদর জড়িয়ে শুয়েও ঘুম আসছে না? ওষুধ না খেয়ে ভরসা হোক কিছু খাবার

ক্লান্তির পরিমাণ বেশি হলে তখন আর কিছুতেই ঘুম আসতে চায় না। এর সহজ সমাধান লুকিয়ে আছে কিছু খাবারে। কোন খাবারগুলি খেলে ঘুমের ওষুধের প্রয়োজন ফুরাবে?

Foods that Help in Inducing Deep Sleep

কোন খাবারগুলি খেলে ঘুমের ওষুধের প্রয়োজন ফুরাবে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ১৮:১৮
Share: Save:

গরমে প্রাণ ওষ্ঠাগত। উষ্ণতার মরসুমে খাওয়াদাওয়ার প্রতিও একটা অনীহা তৈরি হয়েছে। ঘন ঘন খিদেও পাচ্ছে না। তাতে অবশ্য ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে। কিন্তু হাঁসফাঁস করা গরমে ঘুম ছুটি নিয়েছে। দু’চোখ এক করা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। একে কায়িক পরিশ্রম, অন্য দিকে মানসিক চাপ— সব মিলিয়ে একরাশ ক্লান্তির চাদর জড়িয়ে থাকে শরীরে। ক্লান্তিতে ঘুম আসে। কিন্তু ক্লান্তির পরিমাণ বেশি হলে তখন আর কিছুতেই ঘুম আসতে চায় না। এর সহজ সমাধান লুকিয়ে আছে কিছু খাবারে। কোন খাবারগুলি খেলে ঘুমের ওষুধের প্রয়োজন ফুরাবে?

কলা

ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম রয়েছে কলায়। এই দু’টি উপাদান দ্রুত ঘুম আনতে সাহায্য করে। তা ছাড়া, কলায় থাকা ট্রিপটোফ্যান এবং অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন ক্ষরণ করে। যা মানসিক শান্তি দেয়। ফলে ঘুমও দ্রুত আসে।

ওট্স

শুধু ওজন কমাতে নয়, শান্তিতে ঘুমোতেও ভরসা রাখতে পারেন ওটসের উপর। ওটসে থাকা ফাইবার হজমের গোলমাল কমানো ছাড়াও ঘুমের দেশে যেতেও সাহায্য করে। এই গরমে ওটসের সঙ্গে টকদই খেতে পারেন। শান্তির ঘুম হবে।

Foods that Help in Inducing Deep Sleep

অনিদ্রার সমস্যায় আখরোট হল দাওয়াই। ছবি: সংগৃহীত।

আখরোট

ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট হল অন্যতম উপকারী। বিশেষ করে অনিদ্রার সমস্যায় আখরোট হল দাওয়াই। এই বাদামে ম্যাগনেশিয়াম থাকায় ঘুমের জন্য ছটফট করতে হয় না। মুখে দিলেই ঘুম চলে আসে।

বেরি

এসি চালিয়ে ঘুমোচ্ছেন, তাও ঘুম আসছে না? তা হলে বিছানা ছেড়ে উঠে কয়েকটি বেরি মুখে পুরে দিন। কোথা থেকে যে একরাশ ঘুম এসে দু’চোখে জড়ো হবে, বুঝতেই পারবেন না।

অন্য বিষয়গুলি:

sleep Healthy Tips Lifestyle Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy