আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৩’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ২৭ জুলাই, বৃহস্পতিবার, কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে।
পশ্চিমবঙ্গ থেকে মোট ১৫৩টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দীর্ঘ দু’মাসেরও বেশি সময় ধরে ১০টি জেলায় গিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেন আমাদের শব্দবিদরা।
অবশেষে তারই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। এক নজরে দেখে নিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের আগে কোন কোন নিয়মগুলি মাথায় রাখতে হবে শিক্ষার্থীদের।
চূড়ান্ত পর্বের নিয়মাবলি:
- প্রত্যেক বিদ্যালয়ের তরফে বিদ্যালয় কর্তৃক নির্বাচিত ৩ সদস্যের একটি দল সংশ্লিষ্ট বিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।
- মোট ৩টি ধাপে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
- প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলিকে মোট ৩টি ভাগে ভাগ করে দেওয়া হবে। এর পরে শুরু হবে প্রাথমিক পর্বের প্রতিযোগিতা।
- পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক পর্ব থেকে মোট ৫০টি দল দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
- দ্বিতীয় ধাপ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৬টি দলকে বেছে নেওয়া হবে। যারা তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপে অংশ নেবে। এই ছ’টি দলের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরা স্কুলকে।
- প্রতিটি ধাপের শেষে ঘোষণা অনুযায়ী প্রতিযোগিদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। কোনও দল উপস্থিত না থাকলে, সেই দলকে বাতিল বলে গণ্য করা হবে।
- প্রতিযোগিতার দিন প্রতিযোগিদের প্রত্যেককে সংশ্লিষ্ট স্কুলের পরিচয়পত্র (আইডি কার্ড বা সমতুল্য নথি) সঙ্গে নিয়ে আসা আবশ্যিক।
- প্রত্যেক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পোশাক পরেই আসতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি দলকে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে হবে। অন্যথা অনুপস্থিত দলটিকে বাতিল করা হবে।
- প্রতিযোগিতা চলাকালীন যদি কোনও দলের কোনও শিক্ষার্থী অনৈতিক বা নিয়মবিরুদ্ধ পদ্ধতির সাহায্য নেয়, তা হলে সেই দলকে বাতিল করা হবে।
- প্রতিটি পর্বে বিজয়ী নির্বাচনে আনন্দবাজার অনলাইনের সিদ্ধান্তই চূড়ান্ত।
- অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক অথবা অভিভাবক ব্যতীত হল থেকে বাইরে বের হতে পারবে না।
হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। তার আগে মগজে ঝালিয়ে নাও বাংলা শব্দের ভাণ্ডার। প্রত্যেক শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।