‘শব্দ জব্দ ২০২৪’-এর লড়াই জমজমাট। রবীন্দ্র সদনে শিক্ষার্থীদের মধ্যে চোখে পড়ছে টান টান উত্তেজনা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দ্বিতীয় ধাপে অর্থাৎ সেমিফাইনালে পৌঁছেছে মোট ৪৮টি দল। এক নজরে দেখে নিন কোন কোন স্কুল দ্বিতীয় পর্বের শেষে অন্তিম প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
- মুরলীধর গার্লস স্কুল
- বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল
- মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়
- লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
- শিবপুর এস. এস. পি. এস বিদ্যালয়
- আসাননগর হাই স্কুল
- লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
- লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়
- বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়
- হাট-সরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন
- ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল
- সুরেন চন্দ্র মডার্ন স্কুল
- কাটোয়া ডি. ডি. সি গার্লস হাই স্কুল
বাংলা শব্দের এই অভিনব খেলায় মেতে রাজ্যের মোট ২০৮টি স্কুলে বিভিন্ন মজাদার শব্দ-যুদ্ধ নিয়ে হাজির হয়েছিলাম আমরা। প্রায় ৫০,২৮৭ জন শিক্ষার্থী শব্দ জব্দের এই খেলার প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল।

বুধবার চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিন জন পড়ুয়ার দল প্রতিনিধিত্ব করে। মগজের লড়াইয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেমিফাইনালে ৪৮টি দলকে বেছে নিয়েছি আমরা। এ বার দেখার পালা, এদের মধ্যে কোন স্কুলগুলি ফাইনালে পৌঁছবে। শেষ পর্যন্ত কোন স্কুল জিতে নেবে শ্রেষ্ঠত্বের শিরোপা?
চূড়ান্ত পর্বের চূড়ান্ত স্তরে প্রতিযোগীদের জন্য থাকছে আরও মজাদার শব্দের খেলা। বিশদে জানতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের 'শব্দ-জব্দ ২০২৪'-এর পাতায়।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এ ছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ রুপা বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হাজমোলা, 'নলেজ পার্টনার' শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।