Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Shobdo Jobdo 2024

শব্দের লড়াইয়ের প্রথম ধাপের খেলায় জিতল কোন ৪৮টি স্কুল? জমে উঠেছে অন্তিম পর্বের খেলা

টানটান উত্তেজনার মধ্যেই প্রাথমিক পর্বের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হল। এর পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে পড়ুয়ারা।

Shobdo-Jobdo 2024 started with the students present in Rabindra Sadan.

রবীন্দ্র সদনে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে শুরু শব্দ-জব্দ ২০২৪। নিজস্ব চিত্র।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪১
Share: Save:

কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চলছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৪’-এর চূড়ান্ত পর্বের লড়াই। এর প্রথম ধাপের খেলা শেষে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে ৪৮টি স্কুলকে।

প্রথম ধাপের পর কোন কোন স্কুল পরের রাউন্ডে অংশগ্রহণ করতে চলেছে? রইল সবিস্তার তালিকা।

পশ্চিম বর্ধমান:

  • মনিমালা উচ্চ বালিকা বিদ্যালয়
  • সুরেন চন্দ্র মডার্ন স্কুল
  • বেনালী শ্রী সি. কে. সি. টি. হাই স্কুল
  • দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়

পূর্ব বর্ধমান

  • বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল
  • বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল
  • কাটোয়া ডি. ডি. সি গার্লস হাই স্কুল
  • কাটোয়া ভারতী ভবন হাই স্কুল

পূর্ব মেদিনীপুর

  • পরাণচক শিক্ষা নিকেতন
  • ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল
  • খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ
  • বল্লুক বীণাপাণি গার্লস হাই স্কুল

পশ্চিম মেদিনীপুর

  • নন্দনপুর উচ্চ বিদ্যালয়
  • পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির
  • হাট-সরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন
  • কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতন

ঝাড়গ্রাম

  • বেলপাহাড়ী এস. সি হাই স্কুল
  • লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়
  • হাড়দা রামকৃষ্ণ হাই স্কুল
  • ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়

মুর্শিদাবাদ

  • বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়
  • রাজা বিজয় সিং বিদ্যামন্দির
  • বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠ
  • সারগাছি রামকষ্ণ মিশন

কলকাতা

  • বেলতলা গার্লস হাই স্কুল
  • মুরলীধর গার্লস স্কুল
  • টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, গড়িয়া
  • যাদবপুর বিদ্যাপীঠ

হাওড়া

  • থানামাখুয়া মডেল হাই স্কুল
  • শিবপুর এস. এস. পি. এস বিদ্যালয়
  • শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়
  • সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, হাওড়া

নদিয়া

  • বিধানচন্দ্র মেমোরিয়াল গভঃ গার্লস হাই স্কুল
  • আসাননগর হাই স্কুল
  • চাঁদমারী দেশপ্রিয় শিক্ষায়তন
  • পুখুরিয়া উচ্চ বিদ্যালয়

দক্ষিণ ২৪ পরগনা

  • রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর
  • লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
  • বারুইপুর হাই স্কুল
  • নারায়ণা স্কুল, সোনারপুর

উত্তর ২৪ পরগনা

  • দি এরিয়ানস্ স্কুল
  • বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল
  • দিল্লি পাবলিক স্কুল, বারাসাত
  • আদিত্য অ্যাকাডেমি সেকেন্ডারি স্কুল, বারাসাত

হুগলি

  • উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ
  • চন্দননগর বঙ্গ বিদ্যাপীঠ
  • মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়
  • রাজ্যধরপুর নেতাজী হাই স্কুল

এ বারের অনুষ্ঠানে হাজির হয়েছে রাজ্যের ১১০টিরও বেশি স্কুল। টানটান উত্তেজনার মধ্যেই জারি রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। বুধবার সকাল থেকেই রবীন্দ্রসদনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। প্রতিযোগিতা ঘিরে উত্তেজনার মধ্যেও কিছু পড়ুয়া বেশ আত্মবিশ্বাসী। আবার কারও মুখে চোখে উদ্বেগ স্পষ্ট।

Despite the excitement of the competition, some students are quite confident.

প্রতিযোগিতায় উত্তেজনার মধ্যেও কিছু পড়ুয়া বেশ আত্মবিশ্বাসী। নিজস্ব চিত্র।

এ দিন প্রতিটি স্কুল থেকে তিন জন শিক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। এর পর প্রতিটি ধাপে শব্দের বিভিন্ন মজার খেলার ছলেই চলবে পরীক্ষা। স্কুলগুলির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্ব থেকে মোট ৪৮টি স্কুলকে দ্বিতীয় ধাপ বা সেমিফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে। এর পর দ্বিতীয় ধাপের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ১২টি স্কুলকে চূড়ান্ত বা অন্তিম পর্বের জন্য বাছাই করা হবে। এর মধ্যে থেকে সেরা ৩টি স্কুলের হাতেই তুলে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের খেতাব।

জানতে হলে নজর রাখুন আনন্দবাজার অনলাইনের ‘শব্দ জব্দ’ বিভাগে।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হাজমোলা, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shobdo Jobdo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE