Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Shobdo Jobdo 2024

শব্দ খেলার মগজ যুদ্ধে কোন জেলায় কোন স্কুল

আগামী প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যেই বাংলার সেরা স্কুলকে বেছে নিতে স্কুল প্রাঙ্গণে শুরু পরীক্ষা পর্ব।

Students focusing on  Shobdo Jobdo

শব্দের পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা নিজস্ব চিত্র।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১২:১২
Share: Save:

শব্দের লড়াইয়ে মেতে উঠেছে বাংলা। আনন্দবাজার অনলাইনের আয়োজনে শুরু হয়ে গিয়েছে শব্দ জব্দ ২০২৪। তৃতীয় বছরে রাজ্যের ১২টি জেলার ২০০টিরও বেশি স্কুল অংশ নিচ্ছে। স্কুল স্তরে স্কুল প্রাঙ্গণেই চলছে পরীক্ষা পর্ব। সেই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে স্কুল কর্তৃপক্ষ মারফৎ বাছাই করা ৩ জন শিক্ষার্থী পরবর্তী স্তরে সংশ্লিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করবে। জেলা স্তরের পর্বে ১২টি জেলায় প্রতিটি জেলার স্কুলগুলির মধ্যে প্রতিযোগিতা হবে এবং বেছে নেওয়া হবে ওই জেলার সেরা স্কুলগুলিকে। শব্দের এই খেলার হাত ধরেই আগামীর প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যেই বাংলার সেরা স্কুলকে বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

স্কুল স্তরের পর্বে ইতিমধ্যেই শব্দ জব্দ টিম বিভিন্ন জেলার স্কুলগুলিতে পৌঁছে গিয়েছিল। নিজেদের চেনা পরিসরে খোশ মেজাজে শব্দ খেলায় মাতে পড়ুয়ারা। শব্দের লড়াই ঘিরে তাদের উৎসাহ ছিল তুঙ্গে। প্রথম সপ্তাহে যে স্কুলগুলিতে জমে উঠেছিল শব্দ জব্দ-এর শুরুর পর্বের লড়াই সেগুলি হল বালিচুয়া বিদ্যাপীঠ হাই স্কুল, রাজপুর পদ্মমণি উচ্চ বালিকা বিদ্যালয়, রাজপুর বিদ্যানিধি স্কুল, বামুনদিহা হাই স্কুল, ঝাড়গ্রাম নেতাজী আদর্শ হিন্দি হাই স্কুল, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, কামরাবাদ গার্লস হাই স্কুল, কামরাবাদ উচ্চ বিদ্যালয়, হরিণাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়, দুর্গাপুর তারাকনাথ উচ্চ বিদ্যালয়, কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়, দুর্গাপুর আর. ই. কলেজ, সুরেন চন্দ্র মডার্ন স্কুল, বল্লুক বীণাপাণি গার্লস, মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ, রাণী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়, ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল, দুর্গাপুর রাইরাণী দেবী গার্লস হাই স্কুল, দুর্গাপুর প্রজেক্টস্ টাউনসিপ বয়েজ হাই স্কুল, ভুলাভেদা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, নডিহা উচ্চ বিদ্যালয়, বাঁশপাহাড়ী কে. পি. এস. সি. উচ্চ বিদ্যালয়, বেলপাহাড়ী এস. সি হাই স্কুল, দুর্গাপুর এম. এ. এম. সি টাউনসিপ মডার্ন হাই স্কুল, দুর্গাপুর প্রজেক্টস্ টাউনসিপ গার্লস হাই স্কুল, ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন, হাড়দা রামকৃষ্ণ হাই স্কুল, লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়, তিলাবনী হাই স্কুল, চকশিমুলিয়া কামাখ্যা বিদ্যাপীঠ, খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ, ধান্যঘর ভুতনাথ আদর্শ শিক্ষা নিকেতন, লক্ষ্যা হাই স্কুল, সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়, পরাণচক শিক্ষা নিকেতন, চন্দ্রী চন্দ্রশেখর হাই স্কুল, চকদ্বীপা হাই স্কুল, পৌর পাঠভবন স্কুল, বেনালী শ্রী সি. কে. সি. টি. হাই স্কুল, বোগড়া বিবেকানন্দ মিশন উচ্চ বিদ্যালয়, বেলতলা গার্লস হাই স্কুল, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, ডি. এ. ভি. পাবলিক স্কুল, হলদিয়া, আসানসোল উমারানী গরাই কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়, আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুল, মনিমালা উচ্চ বালিকা বিদ্যালয়, বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন, ঢোলকাট পুকুরিয়া প্রণবানন্দা বিদ্যামন্দির, হাতীনগর আদিবাসী কৃষ্ণ বিদ্যাপীঠ, যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল, যোধপুর পার্ক গার্লস হাই স্কুল, লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, হলদিয়া গভঃ স্পনঃ বিবেকানন্দ বিদ্যাভবন, ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ, কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতন, দমদম মতিঝিল গার্লস হাই স্কুল, দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন ফর গার্লস, দি এরিয়ানস্ স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, শ্রী শিক্ষায়তন স্কুল, হার্টলৈ হায়ার সেকেন্ডারি স্কুল, হাতিনগর সারদা বিদ্যাপীঠ, বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যালয়, বেলডাঙ্গা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠ, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, গড়িয়া, বলরামপুর উচ্চ বিদ্যালয়, ভাবতা নেতাজি হাই স্কুল, বি. ডি. এম ইন্টারন্যাশনাল স্কুল, নাগড়াজোল হাই স্কুল, শ্রী নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাই স্কুল, দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা হাই স্কুল, ।

শব্দ খেলার মগজ যুদ্ধে জেলা স্তরের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা সরাসরি পৌঁছে যাবে চূড়ান্ত পর্বে। সেই পর্ব অনুষ্ঠিত হবে কলকাতায়। এই পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুলগুলি। যাদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ৬টি স্কুলকে। এ বার মুখোমুখি হবে তারা। যাদের মধ্যে থেকে সেরা ৩ স্কুল পাবে বিজেতার খেতাব।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস, সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Word Game Puzzle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE