Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Shobdo Jobdo 2024 Final

শব্দ খেলার মগজ-যুদ্ধ, ফাইনালে খেলছে কারা?

ক্যাম্পাস থেকে জেলা স্তরের সেরা হওয়ার লড়াই জিতে মোট ১২০টি স্কুল ফাইনালের পর্বে পৌঁছে গিয়েছে।

Shobdo Jobdo 2024.

জেলার সেরা স্কুলগুলি মগজের লড়াইয়ের জন্য প্রস্তুত। নিজস্ব চিত্র।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৬:০৭
Share: Save:

সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং প্রতিযোগীদের সুরক্ষার স্বার্থে ‘শব্দ-জব্দ ২০২৪’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান নির্ধারিত দিনে আয়োজন করা হচ্ছে না। তার বদলে ১১ সেপ্টেম্বর হতে চলেছে শব্দের প্রতিযোগিতা।

মগজের মারপ্যাঁচে জব্দ হবে কারা? শব্দ নাকি শব্দবাজ— কে জিতে যাবে লড়াই? আনন্দবাজার অনলাইনের আয়োজনে ‘শব্দ-জব্দ ২০২৪’-এ বাংলার বিভিন্ন প্রান্তের ২০০টি স্কুলের মধ্যে থেকে ফাইনালে পা রাখল ১২০টি স্কুল।

ফাইনালে মুখোমুখি হতে চলেছে কারা? রইল তালিকা।

* বালিচুয়া বিদ্যাপীঠ হাই স্কুল

* বামুনদিহা হাই স্কুল

* রাজপুর পদ্মমণি উচ্চ বালিকা বিদ্যালয়

* রাজপুুর বিদ্যানিধি স্কুল

* ঝাড়গ্রাম নেতাজী আদর্শ হিন্দি হাই স্কুল

* ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন

* হরিণাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়

* কামরাবাদ গার্লস হাই স্কুল

* কামরাবাদ উচ্চ বিদ্যালয়

* কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুল

* কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

* দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়

* বল্লুক বীণাপাণি গার্লস হাই স্কুল

* ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল

* মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ

* সুরেন চন্দ্র মডার্ন স্কুল

* দুর্গাপুর আর. ই. কলেজ মডেল স্কুল

* ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়

* রাণী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়

* ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়

* চকশিমুলিয়া কামাখ্যা বিদ্যাপীঠ

* ধান্যঘর ভুতনাথ আদর্শ শিক্ষা নিকেতন

* খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ

* দুর্গাপুর রাইরাণী দেবী গার্লস হাই স্কুল

* দুর্গাপুর প্রজেক্টস্ টাউনশিপ বয়েজ হাই স্কুল

* নডিহা উচ্চ বিদ্যালয়

* ভুলাভেদা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়

* বাঁশপাহাড়ী কে. পি. এস. সি. উচ্চ বিদ্যালয়

* বেলপাহাড়ী এস. সি হাই স্কুল

* লক্ষ্যা হাই স্কুল

* সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়

* পরাণচক শিক্ষা নিকেতন

* দুর্গাপুর এম. এ. এম. সি টাউনশিপ মডার্ন হাই স্কুল

* দুর্গাপুর প্রজেক্টস্ টাউনশিপ গার্লস হাই স্কুল

* ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন

* লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়

* হাড়দা রামকৃষ্ণ হাই স্কুল

* তিলাবনী হাই স্কুল

* পৌর পাঠভবন স্কুল

* চকদ্বীপা হাই স্কুল

* বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন

* বেনালী শ্রী সি. কে. সি. টি. হাই স্কুল

* বোগড়া বিবেকানন্দ মিশন উচ্চ বিদ্যালয়

* ঢোলকাট পুকুরিয়া প্রণবানন্দা বিদ্যামন্দির

* চন্দ্রী চন্দ্রশেখর হাই স্কুল

* বেলতলা গার্লস হাই স্কুল

* ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল

* ডি. এ. ভি. পাবলিক স্কুল, হলদিয়া

* হলদিয়া গভঃ স্পনঃ বিবেকানন্দ বিদ্যাভবন

* আসানসোল উমারানী গরাই কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়

* আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুল

* মনিমালা উচ্চ বালিকা বিদ্যালয়

* ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল

* মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ

* কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতন

* নাগড়াজোল হাই স্কুল

* হাতীনগর আদিবাসী কৃষ্ণ বিদ্যাপীঠ

* হাতিনগর সারদা বিদ্যাপীঠ

* দমদম মতিঝিল গার্লস হাই স্কুল

* দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন ফর গার্লস

* যোধপুর পার্ক গার্লস হাই স্কুল

* যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল

* লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির

* রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর

* শ্রী নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাই স্কুল

* দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়

* চুয়াডাঙ্গা হাই স্কুল

* আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়

* বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠ

* বেলডাঙ্গা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠ

* দি এরিয়ানস্ স্কুল

* অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল

* শ্রী শিক্ষায়তন স্কুল

* হার্টলৈ হায়ার সেকেন্ডারি স্কুল

* সাইনি ইন্টারন্যাশনাল স্কুল, মহেশতলা

* অমৃতা বিদ্যালয়ম

* পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির

* গৌরা সোনামুই কুঞ্জ বিহারী আদর্শ শিক্ষায়তন

* খুকুড়দহ আই. সি. এস. এম. হাই স্কুল

* বলরামপুর উচ্চ বিদ্যালয়

* ভাবতা নেতাজি হাই স্কুল

* সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়

* আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুল, বারাসাত

* সেন্ট. জুড হাই স্কুল

* বি. ডি. এম ইন্টারন্যাশনাল স্কুল

* টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, গড়িয়া

* সাইনি ইন্টারন্যাশনাল স্কুল, হাওড়া

* এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল

* দাসপুর বিবেকানন্দ হাই স্কুল

* সোনাখালি হাই স্কুল

* বারুণা সৎসঙ্গ হাই স্কুল

* বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়

* শরৎপল্লী বালিকা বিদ্যালয়

* মির্জাপুর হাজী সোলেমান চৌধুরী হাই স্কুল

* বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল

* সেন্ট. অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুর

* হিন্দু স্কুল

* হেয়ার স্কুল

* এম. সি. কেজরিওয়াল বিদ্যাপীঠ

* আগ্রাসাইন বয়েজ় স্কুল

* নন্দনপুর উচ্চ বিদ্যালয়

* হাট-সরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন

* ব্রাহ্মণবাসন উচ্চ বিদ্যালয়

* কুর্মিটোলা হাই স্কুল

* রাজা বিজয় সিং বিদ্যামন্দির

* জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহী উচ্চ বিদ্যালয়

* আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি, দমদম

* সেন্ট. অগাস্টিন ডে স্কুল, শ্যামনগর

* দোলনা ডে স্কুল

* যাদবপুর বিদ্যাপীঠ

* শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন

* শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েজ একাডেমি

* বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল

* রায়ান উচ্চ বিদ্যালয়

* নাড়ী শান্তুনু ঘোষ মেমোরিয়াল হাই স্কুল

* পুরুষোত্তম ভাগচাঁদকা একাডেমিক স্কুল

* অশোক হল হায়ার সেকেন্ডারি স্কুল

* হরিমতী দেবী উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়

* বৈদ্য ভারতী গার্লস হাই স্কুল

* চাঁদমারী দেশপ্রিয় শিক্ষায়তন

* বিধানচন্দ্র মেমোরিয়াল গভঃ গার্লস হাই স্কুল

* কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল

* মডার্ন হাই স্কুল

* সাউথ পয়েন্ট হাই স্কুল

* সেন্ট মন্টফোর্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল

* বারুইপুর হাই স্কুল

* আসাননগর হাই স্কুল

* পুখুরিয়া উচ্চ বিদ্যালয়

* দৈয়েরবাজার বিদ্যামন্দির

* পাঠভবন স্কুল

* মুরলীধর গার্লস স্কুল

* ন্যাশনাল ইংলিশ স্কুল, রাজারহাট

* ন্যাশনাল ইংলিশ স্কুল, বাগুইহাটি

* মাহেশ উচ্চ বিদ্যালয়

* মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়

* বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল

* দাশনগর চপলাদেবী বালিকা বিদ্যালয়

* শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া

* বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল

* বর্ধমান টাউন স্কুল

* ইচ্ছালাবাদ বিবেকানন্দ গার্লস হাই স্কুল

* হুদা বিদ্যাপীঠ

* মেরি ইম্যাকুলেট হাই স্কুল

* বাহিরগাছি বাগমারা হাই স্কুল

* কার্মেল হাই স্কুল

* ন্যাশনাল হাই স্কুল

* রাজ্যধরপুর নেতাজী হাই স্কুল

* শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়

* ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি

* দিল্লি পাবলিক স্কুল, বারাসাত

* বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারাদাপীঠ উচ্চ বিদ্যালয়

* বর্ধমান সাধুমতী বালিকা শিক্ষাসদন

* বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠ

* বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়

* কৃষ্ণপুর হাই স্কুল

* লেডি কারমাইকেল উচ্চ বালিকা বিদ্যালয়

* আমাঘাটা শ্যামপুর উচ্চ বিদ্যালয়

* জাহাঙ্গীরপুর সূর্য সেন উচ্চ বিদ্যালয়

* নারায়ণা স্কুল, সোনারপুর

* রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুল

* ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন

* এপিজে স্কুল, সল্টলেক

* হরিয়ানা বিদ্যা মন্দির

* কাটোয়া বালিকা বিদ্যালয়

* কাটোয়া ভারতী ভবন হাই স্কুল

* কাটোয়া ডি. ডি. সি গার্লস হাই স্কুল

* দেপাড়া বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়

* নবদ্বীপ শিক্ষা মন্দির

* নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়

* সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির

* উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ

* উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়

* টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, মানকুণ্ডু

* সংস্কৃত কলেজিয়েট স্কুল

* শ্যামবাজার এ. ভি. স্কুল

* বেলুড় হাই স্কুল

* সিলভার পয়েন্ট স্কুল

* চেতলা বয়েজ হাই স্কুল

* সেন্ট. থমাস প্রাইমারি স্কুল, চন্দননগর

* মডার্ন পাবলিক স্কুল

* দিগড়া মল্লিকহাটি দেশবন্ধু বিদ্যাপীঠ

* বিবেকানন্দ মিশন স্কুল, জোকা

* চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস

* এপিজে স্কুল, পার্ক স্ট্রিট

* নেতাজীনগর বিদ্যামন্দির

* নারায়ণা স্কুল, রিষড়া

* রিষড়া ব্রহ্মানন্দ কেশব চন্দ্র উচ্চ বিদ্যালয়

* শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়

* প্রসন্নকুমারী বালিকা বিদ্যালয়

* ঠাকুরপুকুর ব্রক্ষ্মচারী পি. কে. বিদ্যামন্দির ফর গার্লস

* শেওড়াফুলি সুরেন্দ্র নাথ বিদ্যানিকেতন

* বৈদ্যবাটী বিদ্যানিকেতন হাই স্কুল

* আগ্রাসাইন বালিকা শিক্ষা সদন

* হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল

* শিবপুর এস. এস. পি. এস বিদ্যালয়

* থানামাখুয়া মডেল হাই স্কুল

* সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট, লিলুয়া

* অক্সফোর্ড হাই স্কুল

* সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, হাওড়া

* দিল্লী পাবলিক স্কুল, হাওড়া

* টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোন্নগর

* চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির

* ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়

* চন্দননগর বঙ্গ বিদ্যালয়

* শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল

* সালকিয়া হিন্দু স্কুল

* ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়

* সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন

এক মাসের শব্দের এই খেলার হাত ধরে আগামীর প্রজন্মকে মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যেই প্রতিযোগিতা চলছে। শব্দ-ধাঁধার জমজমাট টক্করে বেছে নেওয়া হবে বাংলা-সেরা স্কুলকে। খেলাচ্ছলেই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার কারা সামলাবে, তাদের বেছে নেবে আনন্দবাজার অনলাইন। অডিটোরিয়াম কেঁপে উঠবে কাদের বিজয়োল্লাসে? অনুষ্ঠানের পরবর্তী সূচি সম্পর্কে জানতে হলে নজর রাখতে হবে আনন্দবাজার অনলাইনের 'শব্দ-জব্দ' বিভাগে।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হাজমোলা, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।

অন্য বিষয়গুলি:

Crossword Word Game Bengali Language Shobdo Jobdo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy