Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Laser Show

অভিনব লেজ়ার শোয়ের মাধ্যমে মানুষকে অঙ্গদানে ব্রতী করার চেষ্টায় নারায়ণা হেল্‌থ

চন্দননগরের মধ্যাঞ্চলে নারায়ণা হেলথের অভিনব উদ্যোগ, একটি লেজ়ার শো। চার দিন ব্যাপী এই লেজ়ার শোয়ের থিম ‘মনে রেখো’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৭:০৮
Share: Save:
০১ ১০
আজ জগদ্ধাত্রীপুজোর দশমী। শেষ হেমন্তের মধ্যেই বাঙালীর উৎসব চলছে জোরদার, আর সেই আমেজকেই আরও জাঁকজমকে ভরিয়ে তুলতে চন্দননগরের মধ্যাঞ্চলে নারায়ণা হেলথের অভিনব  উদ্যোগ, একটি লেজ়ার শো।

আজ জগদ্ধাত্রীপুজোর দশমী। শেষ হেমন্তের মধ্যেই বাঙালীর উৎসব চলছে জোরদার, আর সেই আমেজকেই আরও জাঁকজমকে ভরিয়ে তুলতে চন্দননগরের মধ্যাঞ্চলে নারায়ণা হেলথের অভিনব উদ্যোগ, একটি লেজ়ার শো।

০২ ১০
চার দিন ব্যাপী এই লেজ়ার শোয়ের থিম ‘মনে রেখো’। একই থিম বেছে নেওয়া হয়েছে পুজোর মণ্ডপের জন্যও। যে লেজ়ার শোয়ের মাধ্যমে পুরাণের নানা গল্পের সঙ্গেই অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ বার্তাকে তুলে ধরা হয়েছে।

চার দিন ব্যাপী এই লেজ়ার শোয়ের থিম ‘মনে রেখো’। একই থিম বেছে নেওয়া হয়েছে পুজোর মণ্ডপের জন্যও। যে লেজ়ার শোয়ের মাধ্যমে পুরাণের নানা গল্পের সঙ্গেই অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ বার্তাকে তুলে ধরা হয়েছে।

০৩ ১০
‘মনে রেখো’ একটি নতুন ধরনের উদ্যোগ। শহরের বুকে অঙ্গদানের সচেতনতা প্রচারের উদ্দেশ্যে এই ধরনের প্রচারাভিযান আগে দেখা যায়নি। সমস্ত পরিকল্পনা ও ভাবনায় ছিল নারায়ণা হেলথ্। অঙ্গদানের মাধ্যমে যাঁরা মানুষকে জীবনদান করেছেন, তাঁদের ত্যাগ ও সাহসকে কুর্ণিশ জানাতেই এই লেজ়ার শো।

‘মনে রেখো’ একটি নতুন ধরনের উদ্যোগ। শহরের বুকে অঙ্গদানের সচেতনতা প্রচারের উদ্দেশ্যে এই ধরনের প্রচারাভিযান আগে দেখা যায়নি। সমস্ত পরিকল্পনা ও ভাবনায় ছিল নারায়ণা হেলথ্। অঙ্গদানের মাধ্যমে যাঁরা মানুষকে জীবনদান করেছেন, তাঁদের ত্যাগ ও সাহসকে কুর্ণিশ জানাতেই এই লেজ়ার শো।

০৪ ১০
সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে অঙ্গদানের মতো পুণ্য কাজে এগিয়ে আসার জন্য। ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর, সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ৬টা থেকে চন্দননগরের মধ্যাঞ্চলেও নেমেছে সাধারণ মানুষের ঢল।

সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে অঙ্গদানের মতো পুণ্য কাজে এগিয়ে আসার জন্য। ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর, সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ৬টা থেকে চন্দননগরের মধ্যাঞ্চলেও নেমেছে সাধারণ মানুষের ঢল।

০৫ ১০
অভিনব এক উপস্থাপনা। বাংলার সংস্কৃতির উদযাপনের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলারও এক অন্য ধারার প্রচেষ্টা। অনুষ্ঠানটির ভাষ্যপাঠ করেছেন মীর। স্বভাবতই অনুষ্ঠানের নতুনত্ব চোখ টেনেছে আমজনতার। জল এবং আলোর এই খেলা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন চন্দননগরের মধ্যাঞ্চলে।

অভিনব এক উপস্থাপনা। বাংলার সংস্কৃতির উদযাপনের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলারও এক অন্য ধারার প্রচেষ্টা। অনুষ্ঠানটির ভাষ্যপাঠ করেছেন মীর। স্বভাবতই অনুষ্ঠানের নতুনত্ব চোখ টেনেছে আমজনতার। জল এবং আলোর এই খেলা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন চন্দননগরের মধ্যাঞ্চলে।

০৬ ১০
কিন্তু কেন এমন উদ্যোগ নিয়েছে নারায়াণা হেলথ্? সংস্থার তরফে জানানো হয়েছে কোনও একটি উৎসবকে কেন্দ্র করে অঙ্গদানের গুরুত্বকে দর্শকদের মনে গেঁথে দেওয়াই মূল লক্ষ্য এই লেজ়ার শোয়ের। সেই সঙ্গে শোয়ের এই মনকাড়া গল্পের মধ্যে ফুটে ওঠা অঙ্গদান এবং প্রাণ বাঁচানোর বার্তা, উদ্বুদ্ধ করবে দর্শকদের, যাতে তাঁরাও কারও জীবনের আশার প্রদীপ হিসেবে দেখা দিতে পারেন।

কিন্তু কেন এমন উদ্যোগ নিয়েছে নারায়াণা হেলথ্? সংস্থার তরফে জানানো হয়েছে কোনও একটি উৎসবকে কেন্দ্র করে অঙ্গদানের গুরুত্বকে দর্শকদের মনে গেঁথে দেওয়াই মূল লক্ষ্য এই লেজ়ার শোয়ের। সেই সঙ্গে শোয়ের এই মনকাড়া গল্পের মধ্যে ফুটে ওঠা অঙ্গদান এবং প্রাণ বাঁচানোর বার্তা, উদ্বুদ্ধ করবে দর্শকদের, যাতে তাঁরাও কারও জীবনের আশার প্রদীপ হিসেবে দেখা দিতে পারেন।

০৭ ১০
কেউ এই উদ্যোগ ও প্রক্রিয়ার অংশ হতে চাইলে নারায়ণা হেলথের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করিয়ে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে পারেন। নোটো-র মাধ্যমে অস্ত্রোপচার নিয়ে ভাবনাচিন্তা করেন যাঁরা, তাঁদের সঙ্গে পরিচয় ও যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হবে এর পরেই।

কেউ এই উদ্যোগ ও প্রক্রিয়ার অংশ হতে চাইলে নারায়ণা হেলথের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করিয়ে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে পারেন। নোটো-র মাধ্যমে অস্ত্রোপচার নিয়ে ভাবনাচিন্তা করেন যাঁরা, তাঁদের সঙ্গে পরিচয় ও যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হবে এর পরেই।

০৮ ১০
অনুষ্ঠান প্রসঙ্গে নারায়ণা হেলথের গ্রুপ সিওও আর ভেঙ্কটেশ জানান, “আমরা বিশ্বাস করি ‘মনে রেখো’ শুধু যোগাযোগ স্থাপনেরই কাজ করবে না, সেই সঙ্গে মানুষকে অনুপ্রেরণা যোগাবে অঙ্গদানের মতো মহান কাজের  উদ্দেশ্যে নিজেদের ব্রতী করতে। এই লেজ়ার শো’টি আসলে কাজে এগিয়ে আসার ডাক। যা সবার কাছে আর্জি রাখছে অঙ্গদানে অংশ হওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করার এই উদ্যোগের সামিল হতে। এই সব মানুষ অন্য কোনও মানুষের আশার আলো হয়ে উঠতে পারবেন, এবং ভবিষ্যতে সেই মানুষের মধ্যে দিয়ে তিনিও জীবিত থাকবেন বহু দিন।”

অনুষ্ঠান প্রসঙ্গে নারায়ণা হেলথের গ্রুপ সিওও আর ভেঙ্কটেশ জানান, “আমরা বিশ্বাস করি ‘মনে রেখো’ শুধু যোগাযোগ স্থাপনেরই কাজ করবে না, সেই সঙ্গে মানুষকে অনুপ্রেরণা যোগাবে অঙ্গদানের মতো মহান কাজের উদ্দেশ্যে নিজেদের ব্রতী করতে। এই লেজ়ার শো’টি আসলে কাজে এগিয়ে আসার ডাক। যা সবার কাছে আর্জি রাখছে অঙ্গদানে অংশ হওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করার এই উদ্যোগের সামিল হতে। এই সব মানুষ অন্য কোনও মানুষের আশার আলো হয়ে উঠতে পারবেন, এবং ভবিষ্যতে সেই মানুষের মধ্যে দিয়ে তিনিও জীবিত থাকবেন বহু দিন।”

০৯ ১০
আদতে এই উদ্দেশ্যে যে সফল হয়েছে তা বলাই বাহুল্য। মানুষের ভিড় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিচয়। কেবল এক লেজ়ার শো চাক্ষুষ করা নয়। বরং বহু মানুষ অঙ্গদানের মতো বিষয়ের গুরুত্ব বুঝতে পেরেছেন এই লেজ়ার শোয়ের মাধ্যমে বলে জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

আদতে এই উদ্দেশ্যে যে সফল হয়েছে তা বলাই বাহুল্য। মানুষের ভিড় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিচয়। কেবল এক লেজ়ার শো চাক্ষুষ করা নয়। বরং বহু মানুষ অঙ্গদানের মতো বিষয়ের গুরুত্ব বুঝতে পেরেছেন এই লেজ়ার শোয়ের মাধ্যমে বলে জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

১০ ১০
পুজোকে কেন্দ্র করে এই অভিনব উদ্যোগকে সাধু বাদ জানিয়েছেন এলাকাবাসিরাও। অন্যকে নতুন জীবন দিন। এগিয়ে আসুন এবং অঙ্গীকার করুন অঙ্গদানের। ক্লিক করুন পাশের লিঙ্কে — bit.ly/47a6kLV

পুজোকে কেন্দ্র করে এই অভিনব উদ্যোগকে সাধু বাদ জানিয়েছেন এলাকাবাসিরাও। অন্যকে নতুন জীবন দিন। এগিয়ে আসুন এবং অঙ্গীকার করুন অঙ্গদানের। ক্লিক করুন পাশের লিঙ্কে — bit.ly/47a6kLV

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy